র্যাঙ্কিংয়ে কপাল পুড়বে বাংলাদেশের : যদি পাকিস্তান চ্যাম্পিয়ন হয় !
---
অস্ট্রেলিয়াকে তিন নম্বরে ঠেলে ভারত উঠে এসেছে ওডিআই র্যাঙ্কিংয়ের দুই দুই নম্বরে। বাংলাদেশ প্রথমবার র্যাঙ্কিংয়ের ৬ নম্বর হয়ে শুরু করলো চ্যাম্পিয়ন্স ট্রফি। একবার সাতে হড়কে গিয়ে আবার ছয়ে ফেরা। ওখানেই শেষ স্বপ্নের ফাইনালের সাথে এক ধাপের দূরত্বে, সেমি-ফাইনালে। তবে টাইগাররা দেশে ফিরেছে ৬ নম্বরে থেকেই।
ওদিকে দারুণ আনপ্রেডিক্টেবল পাকিস্তান বারবার বিদায় হওয়ার দরজা থেকে ফিরে প্রথমবার উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। সেই সাথে শ্রীলঙ্কাকে টপকে র্যাঙ্কিংয়ের সাতে উঠে গেল পাকিস্তান। শুধু তাই নয়, রোববার ওভালের ফাইনাল জিতে তারা চ্যাম্পিয়ন হয়ে গেলে ভারতের সাথে র্যাঙ্কিংয়ে কপাল পুড়বে বাংলাদেশেরও! ২০১৫ সালের পর আবার বাংলাদেশকে পেছনে ফেলবে পাকিস্তান!
এখন আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংটা কি অবস্থায় আছে তা এক নজরে দেখা যাক-
১১৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা সবার উপরে। ১১৮ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান দুই। তিনে অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৭। ১১৩ পয়েন্ট নিয়ে চারে আছে ইংল্যান্ড। নিউজিল্যান্ড ১১১ পয়েন্ট নিয়ে আছে পাঁচে । ৯৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ৬ নম্বরে । ৯৩ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে সাতে। (৯৩) পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে আটে, (৭৭) পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে নয়ে এবং ৯, (৫৪) পয়েন্ট নিয়ে দশ নম্বর অবস্থানে আছে আফগানিস্তান।
কিন্তু রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান যদি বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতে নেয় সেক্ষেত্রে ৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে পাকিস্তান উঠে যাবে ৬ নম্বরে। বাংলাদেশ তখন সাতে নেমে যাবে।
যদিও শেষের তিন অবস্থান অপরিবর্তিত থাকবে । কিন্তু দ্বিতীয় ও তৃতীয় অবস্থানটিও বদলে যাবে আবার। ভারতের তখন পয়েন্ট হবে ১১৬। এক্ষেত্রে কোহলিরা আবার র্যাংকিংয়ের তিনে অবস্থান করবে। অন্যদিকে অস্ট্রেলিয়া উঠে আসবে ২ এ। দক্ষিণ আফ্রিকা যথারীতি ১ নম্বরেই থাকবে।
কিন্তু চ্যাম্পিয়ন তো ভারতও হতে পারে? বিরাট কোহলির দল হট ফেভারিট। তাহলে আর ভারতকে পায় কে? টানা দ্বিতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সাথে বিশ্ব র্যাঙ্কিংয়ের ১ নম্বর জায়গাটিও হয়ে যাবে তাদের। ১১৯ পয়েন্ট হবে তাদের। দক্ষিণ আফ্রিকা অনেকদিন পর দুইয়ে নেমে যাবে। অস্ট্রেলিয়া ৩। ৪ ও ৫ নম্বরে পরিবর্তন আসবে না। বাংলাদেশও ঠিক ৬ নম্বরে থাকবে। কিন্তু ওই হারে আবার অবনতি হবে পাকিস্তানের। পয়েন্ট হারিয়ে ৯২ পয়েন্টে তারা চলে যাবে আবার ৮ এ। শ্রীলঙ্কা উদ্ধার করতে পারবে সপ্তম স্থানটি। ক্রিকইনফো