রাজধানীর ৪১০ জায়গায় হবে ঈদ জামাত
---
অনলাইন ডেস্ক : রাজধানীর ৪১০ জায়গায় আসন্ন ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। নামাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই স্থান নির্ধারণ করে দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।
জানা যায়, এবার ঢাকা দক্ষিণে জাতীয় ঈদগাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠসহ ২৩০টি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডের ১৮০টিসহ মোট ৪১০ স্থানে ঈদ জামাত হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রতিটি ওয়ার্ডে ৪টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রতি ওয়ার্ডে ৫টি করে জামাত অনুষ্ঠিত হবে।
এবার বর্ষা মৌসুমে ঈদ হওয়ায় মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন সে জন্য বিশেষ সামিয়ানার ব্যবস্থা থাকছে।
আজ শনিবার ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী আবুল হাসেম ও ডিএনসিসির সমাজ কল্যাণ কর্মকর্তা মো. এনায়েত হোসেন এ তথ্য জানান।