সোমবার, ১৯শে জুন, ২০১৭ ইং ৫ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

যেভাবে বদলে গেল ইন্দু সরকারের জীবন

AmaderBrahmanbaria.COM
জুন ১৭, ২০১৭
news-image

---

অনলাইন ডেস্ক : রেডিওতে ভেসে এলো ঘোষণা। সেই সরকারি সিদ্ধান্তে সত্যিই কি আতঙ্কের কারণ নেই? ইন্দু সরকারের অভিজ্ঞতা অবশ্য অন্য কথা বলে। আতঙ্কের যথেষ্ট কারণ রয়েছে। ইন্দুর জীবনের কয়েকটি পাতা ওল্টালেই সে কথা জানা যায়। ইন্দু বিশেষ পরিচিত নাম নয়। এ দেশের ইতিহাসে তাঁর উল্লেখও নেই। আটপৌরে ঘরের বধূ। সুখী ঘরের কোণায় কবিতাও বাসা বেঁধেছে। কিন্তু, সেই ইন্দুর জীবন বদলে যায় রাতারাতি। কী ভাবে? আর কেনই বা তেমনটা ঘটল? তাঁর নয়া ছবি ‘ইন্দু সরকার’ এ সে কাহিনীই শোনাবেন মধুর ভান্ডারকর। শুক্রবার তারই ট্রেলার রিলিজ হলো।

সত্তরের দশকে ২১ মাসের জরুরি অবস্থার স্মৃতি এ প্রজন্মের কাছে ইতিহাসমাত্র। এবার সে সময়ের কথাই শোনাতে চান মধুর। ইন্দুর জবানিতে রাষ্ট্রের অবিচারের ছবি তুলে ধরেছেন তিনি। মধুরের দাবি, জরুরি অবস্থার সময়কার সত্য ঘটনার ভিত্তিতেই এগিয়েছে এই ছবির গল্প। তবে কি সত্তরের দশকে কেন্দ্রে ক্ষমতাসীন কোনো একটি পরিবারের গল্প শোনা যাবে এ ছবিতে?

ট্রেলার রিলিজ করে মধুর অবশ্য জানিয়েছেন, সত্য ঘটনা অবলম্বনে হলেও ছবির ৭০ শতাংশই কাল্পনিক। ‘ইন্দু সরকার’কে বিশ্বাসযোগ্য করে তুলতে যথেষ্ট খেটেছেন তিনি। মধুর বলেন, ‘দিল্লির নেহরু সেন্টারে এ নিয়ে অনেক গবেষণা করেছি। বেশ কয়েকটা বইও পড়তে হয়েছে। ‘ ইন্দুর গল্প কাল্পনিক হলেও তা জরুরি অবস্থার বাস্তব পটভূমির ভিত্তিতে গড়ে তোলা হয়েছে বলে দাবি মধুরের।

নাম ভূমিকায় কীর্তি কুলহারির অভিনয় ইতিমধ্যেই প্রশংসা কুড়োচ্ছে। এ ছবির জন্য রীতিমতো তোতলামি শিখেছেন তিনি। কীর্তি বলেন, ‘তোতলামি করাটা বেশ কঠিন ছিল। আর এটা শিখতে বেশ পরিশ্রম করতে হয়েছে। এই চরিত্রটি ভালো করে বুঝতে একজন মনোবিদের সঙ্গে কথাবার্তা বলেছি। একজন স্পিচ থেরাপিস্টেরও সাহায্য নিয়েছি। তোতলামি করতে গিয়ে বিষয়টা যেন হাস্যকর না হয়ে ওঠে সে দিকেও খেয়াল রাখতে হয়েছে। ‘

কীর্তি ছাড়াও সঞ্জয় গান্ধীর চরিত্রে নীল নিতিন মুকেশকে দেখেও চমকে উঠতে হয়। সেই সঙ্গে ইন্দিরা গাঁধীর ভূমিকায় রয়েছেন সুপ্রিয়া বিনোদ।

এ ছবিতে মধ্যবিত্ত পরিবারের নিশ্চিন্ত ঘেরাটোপে বেড়ে ওঠা ইন্দুই একসময় রাষ্ট্রের অবিচারের বিরুদ্ধে গর্জে ওঠেন। তা এত সহজে কী ভাবে পর্দায় ফুটিয়ে তুললেন? উত্তরে কীর্তি বলেন, ‘এর মধ্যে কোনো ধাঁধাঁ লুকিয়ে নেই। নিজের খামতি মিটিয়ে কী ভাবে আত্মবিশ্বাসী হয়ে ওঠে ইন্দু সেই সফরের কথাই তুলে ধরেছি। ‘ আগামী ২৮ জুলাই নিজের সফরের অজানা কথাই শোনাতে আসছেন ‘ইন্দু সরকার’।সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর