ফাইনালে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা
---
স্পোর্টস ডেস্ক :আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে ভারত পাকিস্তান। এই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্ব আলোচনায় সরগরম। মাঠের বাইরেও উত্তেজনা বিরাজ করছে।
ভারত-পাকিস্তান ফাইনালে ওঠায় টেলিভিশনের বিজ্ঞাপন মূল্যও বেড়েছে অনেক। অর্থের হিসেবে সেটা অন্য সময়ের চেয়ে দশ গুণ বেড়েছে। ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচে যদি কেউ ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন দিতে চায় তাহলে তাকে গুনতে হবে ১ কোটি ২৫ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা (১০ মিলিয়ন ভারতীয় রূপি)। অন্য যেকোন সময় এই বিজ্ঞাপনের মূল্য ছিল মাত্র ১ মিলিয়ন রূপি।
ইতিমধ্য ফাইনালের বিজ্ঞাপনের ৯০ শতাংশ বুক হয়ে গিয়েছে। মাত্র ১০ শতাংশ অবশিষ্ট রয়েছে। এই ১০ শতাংশ যারা কিনবে তাদেরকে আরো বেশি মূল্য গুনতে হবে। ফাইনালে ভারতের বিভিন্ন টেলিভিশনে যেসব বিজ্ঞাপন প্রচার করা হবে তার মধ্যে রয়েছে নিশান মোটর, ইনটেল কর্প, এমিরেটস, চাইনিজ মোবাইল অপ্পো ও এমআরএফ টায়ার।