g ইংল্যান্ডকে চেপে ধরেছে পাকিস্তান | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৭ই অক্টোবর, ২০১৭ ইং ২২শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে চেপে ধরেছে পাকিস্তান

AmaderBrahmanbaria.COM
জুন ১৪, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আন প্রেডিক্টেবল পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড। শুরুটা দারুণ হলেও ১৩ (১২৮-১৪১) রানের মধ্যে রুট ও মরগানের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছে ইংল্যান্ড।

শাদাব খানের বলে ৪৬ রানে রুট ফিরে যাওয়ার পর দলীয় ১৪১ রানে ইংলিশ অধিনায়ক মরগানকে ফিরিয়েছেন হাসান আলী। এর আগে জনি বেয়ারাস্তোকেও সাজঘরে পাঠান হাসান।

এর আগে মোহাম্মদ আমিরের ইনজুরির কারণে দলে জায়গা পাওয়া তরুণ পাকিস্তানি বোলার রুম্মান রইস ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানেন। অভিষেকে এ ক্রিকেটার নিজের প্রথম ওভারে ইংলিশ ব্যাটসম্যানদের রীতিমতো তটস্থ রেখেছেন। দিয়েছেন মাত্র ২ রান।

আর পরের ওভারেই এলডব্লিউর ফাঁদে ফেলে ছিলেন অ্যালেক্স হেলসকে। কিন্তু রুম্মানের বোলিং গতির কাছে হার মানলেও রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে যান হেলস।

তবে নিজের তৃতীয় ওভারের পঞ্চম বলে ঠিকই হেলসকে সাজঘরে পাঠিয়েছেন রইস। স্ট্রেইট কভার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে বাবর আজমের হাতে তালুবন্দি হন হেলস। আর রইস পেয়ে গেলেন অভিষেক উইকেট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ৩২.৩ ওভারে ১৪৪ রান করেছে ইংলিশরা।

এর আগে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে কার্ডিফের সোফিয়া গার্ডেনে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তান-ইংল্যান্ড দু’দলেই একাদশে পরিবর্তন এসেছে পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমিরের জায়গায় এসেছেন রুম্মন রাইস, আর ফাহিম আশরাফের বদলে শাদাব খানকে একাদশে নিয়েছে পাকিস্তান। আর ইংল্যান্ডের হয়ে জনি বেয়ারেস্তো জায়গা পেয়েছেন জেসন রয়ের বদলে।

পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ, আজহার আলী, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, হাসান আলী, রুম্মন রাইস, জুনায়েদ খান ও শাদাব খান।

ইংল্যান্ড একাদশ: ইয়ান মরগান, অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জ্যাক বল এবং মার্ক উড।

এ জাতীয় আরও খবর