আশুগঞ্জ নদী বন্দর থেকে লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ॥ ২নাম্বার সতর্কতা সংকেত জারি
AmaderBrahmanbaria.COM
জুন ১২, ২০১৭
---
নিজস্ব প্রতিবেদক : বৈরী আবহাওয়ার কারনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দর থেকে ৬টি রুটে লঞ্চ ও নৌ চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার সকাল থেকে আভ্যন্তরীন রুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। এতে করে বন্ধ রয়েছে আশুগঞ্জ নদী বন্দরের সকল প্রকার কার্যক্রম। আশুগঞ্জ থেকে নবীনগর-গৌকর্ন ঘাট, সাচনা, মারকুলি, অষ্ট্রগ্রাম, বাঙ্গলপাড়া, কামাইল চেহ নৌ রুটে বন্ধ রয়েছে লঞ্চ ও নৌ চলাচল। বন্দরে আটকা পড়েছে শতাধিক মালবাহী কার্গো জাহাজ।
আশুগঞ্জ নদী বন্দরের ট্রাফিক পরিদর্শক মোঃ শাহ আলম জানান, বৈরী আবহাওয়ার কারনে আশুগঞ্জ নদী বন্দরকে ২নাম্বার সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সকল প্রকার নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে দেয়া হয়েছে ও নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।