রবিবার, ২৩শে এপ্রিল, ২০১৭ ইং ১০ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস : আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিটের উৎপাদন শুরু

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৫, ২০১৭

 

নিজস্ব প্রতিবেদক যান্ত্রিক ক্রটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৪টি ইউনিটের উৎপাদন বন্ধের পর ছোট ২টি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে পর্যায়ক্রমে ইউনিট গুলো চালুু করতে সক্ষম হয় বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ। চালুকৃত ইউনিট গুলো হলো ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জিটি-২ ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট। তবে এখনো বন্ধ রয়েছে বড় দুটি ইউনিট। বন্ধকৃত ইউনিট গুলো হলো ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫নং ইউনিট। দুটি ইউনিট বন্ধ থাকায় জাতীয় গ্রীডে অন্তত ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৯টি ইউনিটের মধ্যে ২টি ইউনিটের উৎপাদন বন্ধ থাকলেও বাকী ইউনিট গুলোর বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) প্রকৌশলী ইয়াকুব আলী জানান, গত মঙ্গলবার বিকেল থেকে হঠাৎ করে গ্যাসের চাপ কমতে থাকে। এক পর্যায়ে চাপ বেশি কমে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইউনিটে যান্ত্রিক ক্রটি দেখা দেয়। এক পর্যায়ে ৪টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে ইউনিট গুলো বন্ধের পর থেকে স্থানীয় প্রকৌশলীরা ক্রটি নিরসন শেষে ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জিটি-২ ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট পর্যায়ক্রমে চালু করা হয়েছে। তবে বাকী বন্ধ দুটি ইউনিট চালুর চেষ্টা চলছে।