শুক্রবার, ১৭ই মার্চ, ২০১৭ ইং ৩রা চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে টেঁটাযুদ্ধে দু-পক্ষ মুখোমুখি আহত ২৫ (ভিডিও)

AmaderBrahmanbaria.COM
মার্চ ১২, ২০১৭

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : তুচ্ছ ঘটনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বড়তল্লায় দু পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রবিবার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে উপজেলা সদর ইউনিয়নের বড়তল্লা গ্রামের নিয়ামতের বাড়ির শিশুদের সাথে বলাকালা বাড়ির শিশুদের সাথে হাতাহাতি হয়। এ হাতাহাতিকে কেন্দ্র করে বিকেলে ৫টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষে উভয় পর্ক্ষের সাথে গ্রামের অন্যান্য গোষ্ঠির লোকজন দেশী অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে যোগ দেয়। এ সময় গ্রামের অন্তত ৩টি স্পটে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সন্ধ্যা ৬টায় ঘটনাস্থলে পৌছে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়েছে। বর্তমানে সংঘর্ষ থামলেও দু পক্ষের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে।
আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, সংঘর্ষে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সংঘর্ষে নিয়ন্ত্রনে আনা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।