সোমবার, ১০ই জুলাই, ২০১৭ ইং ২৬শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

প্যারিসে নটরডেম গীর্জার কাছে পুলিশের ওপর হামলা

AmaderBrahmanbaria.COM
জুন ৬, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের অন্যতম প্রধান গীর্জা নটরডেম’র কাছে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের গুলিতে হামলাকারী আহত হয়েছে বলে জানিয়েছে প্যারিসের পুলিশ হেডকোয়ার্টার। এসময় গীর্জার ভিতরে অন্তত ৯০০ লোক অবস্থান করছিল। এক প্রতিবেদনে এমনটাই জানিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

স্থানীয় পুলিশ জানায়, এক ব্যক্তি হাতুড়ি নিয়ে একজন পুলিশ সদস্যের ওপর হামলার চেষ্টা করলে তাকে গুলি করে পুলিশ। তবে ফরাসি সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারী বুকে গুলিবিদ্ধ হয়েছেন।

আর পর্যটন স্পট নটরডেম গীর্জার কাছে এমন হামলার ঘটনায় প্যারিস ভ্রমণরত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে গীর্জা এলাকায়।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় ১৩০ জন নিহত হন। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর