মেয়র মান্নানের দায়িত্ব পালনে বাধা নেই
AmaderBrahmanbaria.COM
মে ৩১, ২০১৭

---
নিউজ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের বরখাস্তের হাইকোর্টের স্থগিত আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার দায়িত্ব পালনে আর বাধা নেই। বুধবার (৩১ মে) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ১৩ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মান্নানের বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে আদেশ দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
প্রধান বিচারপতির বিরুদ্ধে কুৎসা রটান: শিবগঞ্জে মামলা

আহমদ শফী গুরুতর অসুস্থ, ঢাকায় আনা হচ্ছে
ওসি হুমায়ুনের দাফন সম্পন্ন, বাড়িতে শোকের মাতম







