শনিবার, ৩রা জুন, ২০১৭ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

আশ্রয় কেন্দ্রে পানি খেয়ে রোজা!

AmaderBrahmanbaria.COM
মে ৩০, ২০১৭

---

নিউজ ডেস্ক : দূরাবস্থায় দিন কাটছে ফেনীর সোনাগাজী উপকূলীয় এলাকার সাইক্লোন সেন্টারে আশ্রয় গ্রহিতাদের। অনেকেই খাবার না পেয়ে শুধু পানি খেয়ে রোজা রেখেছেন।

সবুরা খাতুন নামে এক আশ্রয় গ্রহিতা জানান, কোন খাবার পাননি। রোজা রাখতে হয়েছে এক গ্লাস পানি খেয়ে। তার সাথে থাকা গৃহবধূ রাশেদা আক্তারও একই সুরে অভিযোগ করলেন।

অভিযোগ অস্বীকার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ মিলন জানান, প্রত্যেকটি কেন্দ্রেই খাবার সরবরাহ করেছে উপজেলা প্রশাসন। তিনি জানান, খাবারের স্বল্পতা আছে- যারা পায়নি তারাই হয়তো অভিযোগ করেন।

এ অঞ্চলের তত্ত্বাবধায়ক উপজেলা কৃষি অফিসার শরীফুল ইসলাম জানান, এখনো কিছু খাবার আছে। রেড ক্রিসেন্টের মাধ্যমে সেগুলো সাইক্লোন সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর