মুশফিকুর রহিমের এক যুগ
---
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগ পূর্ণ করলেন মুশফিকুর রহিম। ২০০৫ সালে ইংল্যান্ড সফরে মুশফিক প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পান। ইংল্যান্ডের মাটিতে এটাই ছিলো বাংলাদেশের প্রথম সফর। ২০০৬ সালে অনুষ্ঠিত অনূর্ধ-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন মুশফিক।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে মুশফিকই প্রথম ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন। সদা হাস্যোজ্জ্বল এ ক্রিকেটারই বর্তমানে টেস্টে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ক্রিকেটে নিজের এক যুগ পূর্তিতে আবেগাপ্লুত মুশফিক। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য বর্তমানে দলের সঙ্গে ইংল্যান্ডে অবস্থান করছেন তিনি। ফেসবুকে শুক্রবার মুশফিক লিখেছেন, কীভাবে সময় চলে যায়!! এখনো মনে হচ্ছে সেদিনই ক্রিকেট খেলা শুরু করেছি। কিন্তু এরইমধ্যে ১২ বছর পার হয়ে গেছে। সৃষ্টিকর্তা, পরিবার, বন্ধু, কোচ এবং সব ক্রিকেটপ্রেমীদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। সবার জন্য ভালোবাসা রইল।