অবৈধ পার্কিং সরাইলের যানজটের প্রধান কারণ
---
সরাইল প্রতিনিধি : অবৈধ পার্কিংয়ের দরুন যানজটে অতিষ্ঠ সরাইল বাসী। দেশের উন্নতির অনেকাংশই নির্ভর করে সুষ্ঠু যানবাহন ব্যবস্থার ওপর। আর সুষ্ঠু যানবাহন ব্যবস্থাপনা না থাকলে যোগাযোগ ব্যবস্থা তথা সামগ্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করে।
সরাইলে এমনিতেই যানবাহন সংখ্যা অনেক, রিক্সা, ভ্যান, সাইকেল, ঠেলাগাড়ি, অটোরিক্সা অগণিত। অতিরিক্ত যানবাহন চলাচলের কারনে যানজট লেগেই থাকে, এছাড়া পথচারীর জন্য ফুটপাথ না থাকা, হকারদের ফুট পাথ দখল করে ব্যবসা চালানো ই যানজটের মুল কারন।
অনেক সময় মুমূর্ষু রোগী নিয়ে যাতায়াত করাও দুরূহ হয়ে পরে। যেখানে হাটাচলার জন্য ফুট পাথ থাকার কথা, কিন্তু সেইটা অধিকাংশই অবৈধ দখল হয়ে আছে।
কিন্তু কয়েক দিন আগেও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত মোবাইল কোর্টের মাধ্যমে এই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।কিন্তু কদিন না যেতেই আবার পুর্বের অবস্থানে চলে যায়। আর কোন ভাবেই আটকানো যাচ্ছেনা অবৈধ ভাবে রাস্তা দখল করে রাখা সি এন জি, এবং রিক্সা স্ট্যান্ড।
উপজেলার অন্নদা স্কুলের সামনে এবং সরাইল বকুল তলায় অবৈধ ভাবে গড়ে উঠেছে এই স্ট্যান্ড। অনেক সময় পায়ে হেটে চলাও মুশকিল হয়ে দাড়ায়।
গত কদিন আগে উচ্চ আদালতের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা বন্ধ ঘোষণা করা হয় । এর পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করে দেয় সুযোগ সন্ধানী ব্যক্তিরা।প্রভাবশালী কিছু লোকের ছত্রছায়ায় নির্মাণ করছে এই স্থাপনা গুলো,যা দিনকে দিন বেড়েই চলেছে। কারণ এখন আর ভ্রাম্যমাণ আদালতের ভয় নেই, সেই সুযোগে এই মুহুর্তে গড়ে উঠছে অবৈধ দখল বানিজ্য আর বাড়ছে যানজট।
সরাইল অন্নদা স্কুলের সামনে অবৈধ ভাবে গড়ে উঠা সিএনজি স্ট্যান্ড সরানো যাচ্ছেনা কোনভাবেই। এদিক দিয়ে প্রতিদিন উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা প্রতিনিয়ত যাতায়াত করে। যাতায়াতের সময় অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় ছাত্রীদের। সিএনজি গুলো এলো পাতারি করে রাখার কারণে অনেক সময় বাজে ধরনের কটুক্তি ও শুনতে হয় স্কুলে আসা যাওয়া করা ছাএ-ছাত্রীদের। এ নিয়ে উদ্বিগ্ন থাকে অভিভাবকরা।