‘খালেদার কার্যালয়ে তল্লাশি গণতন্ত্র ধ্বংসের অপচেষ্টা’
---
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তল্লাশি সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই ঘটনা সম্পর্কে বলা যায়, বর্তমান সরকার কোনোভাবেই গণতন্ত্রকে রক্ষা করবে না। কোনো কারণ ছাড়াই খালেদা জিয়ার অফিসে পুলিশের তল্লাশি গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টা।’
এ বিষয়ে দ্রুত সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি।
শনিবার সকাল ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি শুরু করে পুলিশ। রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড কিংবা কোনো ডকুমেন্ট সেখানে রয়েছে কি না তা দেখতেই এই তল্লাশি। এর আগে সকাল থেকেই কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
গুলশান থানার ওসি কর্মকর্তা আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা পেয়ে বিএনপির কার্যালয়ে রাষ্ট্রবিরোধী কিছু আছে কি না তার তল্লাশি করছেন।
সেসময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, সকাল থেকেই হঠাৎ করে পুলিশ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তবে তল্লাশির বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।




৬ দফা ছিল শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তি সনদ : প্রধানমন্ত্রী


