আইপিএলের সব হিসাব ওলট-পালট করে দিলেন নারিন
---
স্পোর্টস ডেস্ক :আইপিএল ৪৬তম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ১৫ বলে অর্ধশতক হাঁকিয়ে ক্রিকেট বিশ্বকে অবাক করে দিলেন ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন। তার দ্রুততম হাফসেঞ্চুরির সঙ্গে বদলে গেল আইপিএলের সব হিসাব- নিকাশ। কারণ একজন বোলার হয়ে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের লজ্জা দিয়ে আসরটিতে দ্রুততম অর্ধশতকের মালিক (যৌথভাবে) এখন তিনি।
রোববার বিকেল সাড়ে ৪টায় চিন্নাস্বামী স্টেডিয়ামের ম্যাচটিতে টস হেরে প্রথমে ব্যাটিং করে ১৫৮ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। জবাবে কলকাতার হয়ে ওপেনিংয়ে নামেন ক্রিস লিন ও সুনীল নারিন। শুরু থেকেই ব্যাট হাতে তাণ্ডব চালান নারিন। নারিন ছাড়াও ম্যাচটিতে লিন করেছেন ঝড়ো অর্ধশতক। সেই সাথে সাথে গোটা আইপিএলে দ্রুত অর্ধশতক হাঁকানো ইউসুফ পাঠানের রেকর্ডে ভাগ বসালেন তিনি। এর আগে ২০১৪ সালে ইউসুফ পাঠান মাত্র ১৫ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন।
ম্যাচের সেরার পুরস্কার নিতে আসা নারাইনকে প্রশ্ন করা হয়, যে ভাবে ব্যাট করলেন, তাতে আপনি নিজেও কি অবাক? জবাব আসে, ‘‘হ্যাঁ, আমিও অবাক হয়ে গিয়েছি।’’ আরসিবি-র রান তাড়া করতে নামার সময় স্ট্র্যাটেজি কী ছিল?
নারাইন বলেন, ‘‘ক্রিস লিন বলেছিল, বলটা ভাল করে দেখো, ফোকাস ঠিক রাখো তার পর চালাও। আমি তাই করেছি। ব্যাপারটা আদৌ জটিল করিনি।’’ কেকেআরের হিসেবও জটিল হয়নি। ছ’উইকেটে জিতে প্লে-অফ প্রায় নিশ্চিত করল নাইটরা।