কসবায় ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণসহ ছয়দফা দাবীতে সভা
---
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : প্রাথমিক সমমান ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণসহ ছয়দফা দাবীতে সভা করেছেন বাংলাদেশ ইবতেদায়ি শিক্ষক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা শাখা। গত সোমবার (১ মে) আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের কসবা উপজেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল মারুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জহিরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন; ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক মো. মাজিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন প্রমুখ।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে; কসবা উপজেলায় সংযুক্ত ও স্বতন্ত্র ২২টি ইবতেদায়ি মাদরাসা রয়েছে। প্রাথমিক বিদ্যালয়কে সরকার জাতীয়করণ করেছেন। কিন্তু ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা বেসরকারি থাকলেও ওই সিনিয়র স্কেলে বেতন পাচ্ছেন না।
ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জহিরুল ইসলাম বলেন; প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমান যোগ্যতা নিয়ে শিক্ষক নিয়োগ হচ্ছে। একই সিলেবাসে পড়ানো হচ্ছে। কিন্তু ওই স্কেলে বেতন দেয়া হচ্ছে না। ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণসহ ছয়দফা দাবীতে আন্দোলন করে যাচ্ছি।

রাজশাহী কিংসে মোস্তাফিজ

সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ