বৃহস্পতিবার, ৪ঠা মে, ২০১৭ ইং ২১শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

সড়কে ‘মাটির স্থলে বালি ভরাট’-নিয়ে বাঞ্ছারামপুরে তোলপাড় !

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৩০, ২০১৭

ফয়সল আহমেদ খান , বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউপি যুবদল সভাপতি ও স্থানীয় এক প্রভাবশালী ইউপি মেম্বার মিলে সরকারের রাস্তা নির্মানের প্রকল্পের কয়েক লাখ টাকা দূর্ণীতির সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,মু্িক্তযোদ্ধারা আজ ফরদাবাদে সামান্য এক ইউপি যুবদল সভাপতি কি করে সরকারি টাকা রাস্তা নির্মানানের নাম করে আত্বসাত করলো তা নিয়ে দিনভর তোলপাড় হয় ও আলোচনা সমালোচনা হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে.আগামীকাল ১ মে সোমবার এই নিয়ে উপজেলা আওয়াীলীগের বিশেষ সভা হবে।সভার আলোচ্য সূচী হিসেবে অন্যতম বিষয় হিসেবে আলোচিত হবে বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদে কি কওে যুবদল সভাপতি কাজল সরকারি কাজ পেয়ে সেই কাজে ৯/৬ কওে বর্তমান সরকারের ভাবমূর্তী নষ্টের চেষ্টা করলো।এর নৈপথ্য কারিগর কারা ইত্যাদি।
উল্লেখ্য সম্প্রতি সংবাদমাধ্যমে সরকারের ৪০ দিনের বিশেষ সৃজন কর্মসূচীর আওতায় উপজেলার ফরদাবাদে ৭ লাখ ৮৫ হাজার টাকার সড়ক সংস্কারের কাজ স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.মহিউদ্দিন সেলিম নামে বরাদ্ধ গেলেও তার অসুস্থ্যতার সুযোগে তার নাম ভাঙ্গিয়ে ফরদাবাদ যুবদলের সভাপতিসহ বিএনপি ও ওয়ার্ড মেম্বার মো.ইব্রাহিম মিয়া নিম্নমানের কাজ কওে ও মাটির স্থলে বালি ফেলাসহ সড়কটির সংস্কাওে পার্শ্ববর্তী বিভিন্ন বাড়ির মালিকদেও কাছে সরকারি কাজের তথ্য গোপন কওে ফের সাধারন জনগনের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে লুটপাট করার লিখিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমানীত হওয়ায় বিষয়টি নিয়ে গোটা উপজেলা/জেলায় এই অনিয়মের বিষয়ে তোলপাড় শুরু হয়।