রমজানে দাম বাড়ার কোনো আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৩০, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : পণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় আসন্ন রমজানে দাম বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে তিনি একথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, রমজানকে সামনে রেখে টিসিবি প্রস্তুত রয়েছে। ১৫ মে থেকে সারা দেশে ২ হাজার ৮১১ জন ডিলার ও ১৮৫টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি করবে। রজমানে বাজার স্বাভাবিক থাকলে সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।