বুধবার, ৩রা মে, ২০১৭ ইং ২০শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

ভোক্তাবাজারে স্মার্টফোন সরবরাহ বেড়েছে ৪.৩%

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৩০, ২০১৭

 

নিজস্ব প্রতিবেদক : বিশ্বে স্মার্টফোন বাজারে চলতি বছর প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ডিভাইস সরবরাহ ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে ৩৪ কোটি ৭০ ইউনিটে পৌঁছেছে, যা পূর্বাভাসের চেয়ে কিছুটা বেশি। বাজারটির ২২ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল ও চীনভিত্তিক ডিভাইস নির্মাতা হুয়াওয়ে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর এএফপির।

ডিভাইস বাজার কয়েক বছর ধরে খারাপ সময় পার করছে। বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে অনেক ডিভাইস নির্মাতা এরই মধ্যে ব্যবসা গুটিয়ে নিয়েছে। কেউ একীভূতকরণের মাধ্যমে ডিভাইস ব্যবসা টিকিয়ে রেখেছে। তবে বাজার পরিস্থিতিতে পরিবর্তন হতে শুরু করেছে।

আইডিসির বিশ্লেষক রায়ান রিথ বলেন, জানুয়ারি-মার্চ প্রান্তিকের ফলাফল প্রমাণ করে যে, স্মার্টফোন ডিভাইস বাজার এখনও শেষ হয়ে যায়নি এবং এখনও যথেষ্ট প্রবৃদ্ধি অর্জনের সুযোগ রয়েছে।

তিনি বলেন, ২০১৬ সাল স্মার্টফোন ডিভাইস বাজারের জন্য খারাপ গেছে। বছরজুড়ে বাজার প্রবৃদ্ধি কমে প্রথমবারের মতো এক অঙ্কে নেমে যায়। কিন্তু চলতি বছর স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে চমকপ্রদ কিছু ঘটার আশা করা হচ্ছে। প্রথম প্রান্তিকের ফলাফল অন্তত তাই সমর্থন করে।

রায়ান রিথ বলেন, বৈশ্বিক বাজারে গ্যালাক্সি এস৮ বহুপ্রত্যাশিত একটি ফ্ল্যাগশিপ ডিভাইস, যা সমপ্রতি সরবরাহ শুরু করেছে স্যামসাং। গ্যালাক্সি নোট ৭ নিয়ে বিপত্তির পর এস৮ স্মার্টফোনটির দুই সংস্করণ দিয়ে সুনাম ফেরাতে মরিয়া প্রতিষ্ঠানটি। ডিভাইস বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে।

এদিকে চলতি বছর জনপ্রিয় আইফোন ডিভাইসের প্রথম সংস্করণ উন্মোচনের ১০ বছরপূর্তি হয়েছে। এ উপলক্ষে আইফোনের একটি বিশেষ সংস্করণ আনার পরিকল্পনা রয়েছে অ্যাপলের। ডিভাইসটি এ বছরেই উন্মোচন করা হবে। এটি স্মার্টফোন বাজারের প্রবৃদ্ধি সংকট কাটিয়ে উঠতে ভূমিকা রাখবে।

আইডিসির তথ্যমতে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে সামান্য প্রবৃদ্ধি নিয়ে বৈশ্বিক স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের দখল দাঁড়িয়েছে ২২ দশমিক ৮ শতাংশ। বর্তমানে বাজারটির শীর্ষ অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। ১৪ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। প্রথম প্রান্তিকে ডিভাইস নির্মাতা হুয়াওয়ের বিক্রি বেড়েছে ২১ দশমিক ৭ শতাংশ। বৈশ্বিক স্মার্টফোন বাজারের ৯ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে প্রতিষ্ঠানটি তৃতীয় অবস্থানে রয়েছে। চীনভিত্তিক ডিভাইস নির্মাতা অপো ও ভিভো ক্রমান্বয়ে ভালো করছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে এ দুই প্রতিষ্ঠানের বিক্রি বেড়েছে। বাজার দখল বিবেচনায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে প্রতিষ্ঠান দুটি। বাজেটসাশ্রয়ী মোবাইল ডিভাইস স্মার্টফোন বাজারের প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

আইডিসির বিশ্লেষক অ্যান্থনি স্কার্সেলা বলেন, ডিভাইস নির্মাতারা বছরে দু-একটি প্রিমিয়াম স্মার্টফোন উন্মোচন করছে। কিন্তু গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে সাশ্রয়ী মূল্যের ডিভাইস উন্মোচনেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। ভবিষ্যতে বাজেটসাশ্রয়ী ডিভাইস থেকেই স্মার্টফোন বাজারের সবচেয়ে বেশি প্রবৃদ্ধি আসবে।

বাজার বিশ্লেষক ও গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের তথ্যমতে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে একমাত্র ব্র্যান্ড হিসেবে স্যামসাং উৎপাদন প্রবৃদ্ধির মুখ দেখেছে। গ্যালাক্সি জে সিরিজের ডিভাইস এতে মূল ভূমিকা রেখেছে। গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড সংক্রান্ত জটিলতা সত্ত্বেও জে সিরিজের ডিভাইস দিয়ে গত বছরে ভালো ব্যবসা করেছে স্যামসাং। এর ধারাবাহিকতা চলতি বছরের প্রথম প্রান্তিকেও বিদ্যমান ছিল। এর ফলে প্রথম প্রান্তিকে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি নিট মুনাফা অর্জন করেছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে স্যামসাংয়ের নিট মুনাফা দাঁড়িয়েছে ৬৭০ কোটি ডলার, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ৪৬ শতাংশ বেড়েছে।

এ জাতীয় আরও খবর