মঙ্গলবার, ৯ই মে, ২০১৭ ইং ২৬শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

দূর্ণীতি-মাদকে কাউকে ছাড় দেয়া হবে না-ক্যা.তাজ

AmaderBrahmanbaria.COM
মে ২, ২০১৭

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ‘সে মানুষটি যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ বা ভিন্নদলের রাজা-বাদশা হোক-সে যদি মাদক সেবন, ব্রিক্রি,সরকারি,বেসরকারি বা ইউনিয়ন পর্যায়ে যে নেতা-কর্মী দূণীতি সাথে সম্পৃক্ত থাকে তাকে কারাগারে নিক্ষেপকরা হবে।তার জন্য কোন সুপারিশ আমার কাছে যেনো না আসে’’—-সোমবার বিকেলে ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারাপুর সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষ্যে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো.সিরাজুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় শ্রমিকলীগ আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে এসব কথা বলেন।সমাবেশে আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল,সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক মহিউদ্দিন মহি,উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম,পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা,জেলা পরিষদ সদস্য এমএ আউয়াল,উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রনজন সাহা,মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির,যুবলীগ সভাপতি সায়েদুল ইসলাম ভুইয়া বকুল,পৌর ছাত্রলীগ সভাপতি প্রকৌ.জুয়েল আহমেদ,সা.সম্পাদক আতাউর রহমান সনেট,ছাত্রলীগ সভাপতি সিরাজুল ইসলাম,সা.সম্পাদক সেলিম রেজা,স্বেচছাসেবক লীগ আহবায়ক মাহমুদুল হাসান ভূইয়া হাসান,উপজেলা আ.লীগ নেতা আল আমীন মেম্বার প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।পরে সাবেক প্রতিমন্ত্রী ক্যা.তাজ ,সৈয়দ মো.আজিজ কে আহবায়ক ও সৈয়দ মো.খোকন হাজ্বী আ.আউয়াল, আল আমীনকে কে যুগ্মআহবায়ক করে বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক লীগের শুভ সূচনা করেন।
আ.লীগ নেতা মহিউদ্দিন মহি বলেন,-‘শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার এখনো পুরোপরী পায় নি।তবে-বঙ্গবন্ধু কন্যা চেষ্টা করছে।হতাশ হবেন না।’ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সৈয়দ মো. আজিজ বলেন,-‘বাঞ্ছারামপুর,মুরাদনগর,হোমনা,নবীনগওে পুলিশ কর্তৃক পরিবহন শ্রমীকরা নির্যাতিত হচ্ছে।পুলিশ যদি নিজেদের সংবরন না করে,তবে শ্রমীকরাই একদিন তার দাঁতভাঙ্গা জবাব দিবে’।