মঙ্গলবার, ৯ই মে, ২০১৭ ইং ২৬শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

কালবৈশাখী ঝড় : আশুগঞ্জ- সিরাজগঞ্জ গ্রীড লাইনে বিদুৎ সরবরাহ বন্ধ

AmaderBrahmanbaria.COM
মে ২, ২০১৭

সন্তোষ সূত্রধর, আশুগঞ্জ থেকে॥ সোমবার রাতে কালবৈশাখী ঝড়ে ভৈরব ও আশুগঞ্জ চরসোনারমপুরে রিভার ক্রসিং টাওয়ার মেঘনা নদীর উপর বিধ্বস্ত হয়েছে। এতে আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের সময় ২৩০ কেভি ঃ ক্ষমতা সম্পন্ন রিভার ক্রসিং টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এতে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ, এস সাজ্জাদুর রহমান জানান, ঝড়ের কারনে টাওয়ারটি ভেঙ্গে পড়েছে। তাই সিরাজগঞ্জ-আশুগঞ্জ লাইনে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। কর্মকর্তারারা জানান, সিরাজগঞ্জ জেলা সহ বেশ কয়েকটি স্থানে বিদ্যু সরবরাহ বন্ধ রয়েছে।