শুক্রবার, ৫ই মে, ২০১৭ ইং ২২শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

বেঙ্গালুরুর পর লজ্জার রেকর্ড গড়ল দিল্লি

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৩০, ২০১৭
news-image

 

স্পোর্টস ডেস্ক : ২৩ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেনে লজ্জার রেকর্ড গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৯.৪ ওভারে তারা অলআউট হয় মাত্র ৪৯ রানে। যা ছিল আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। সাতদিনের মাথায় আজ রোববার লজ্জার রেকর্ড গড়েছে দিল্লি ডেয়ার ডেভিলস। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আজ মোহালিতে তারা অলআউট হয়েছে মাত্র ৬৭ রানে! যা আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৫৮। যা ২০০৯ সালে কেপটাউনে করেছিল রাজস্থান রয়্যালস।

রোববার টস হেরে ব্যাট করতে নেমে ১ রানে প্রথম উইকেট হারায় দিল্লি। ৭ রানের মাথায় দ্বিতীয়। ২২ রানের মাথায় তৃতীয়। ২৫ রানে চতুর্থ। ৩০ রানে পঞ্চম। ৩৩ রানে ষষ্ঠ। এরপর সপ্তম উইকেটে কোরি অ্যান্ডারসন ও কাগিসু রাবাদা ২৬ রানের জুটি গড়েন। তাতে অর্ধশত রান পেরোয় দিল্লি। ৫৯ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রানে ফিরে যান কোরি অ্যান্ডারসন। ৬২ রানে আউট হন কাগিসু রাবাদা (১১)। ৬৭ রানে মোহাম্মদ সামি আউট হওয়ার পর একই রানে ফিরে যান শাহবাহ নাদিম। এর মধ্য দিয়ে ১৭.১ ওভারে ৬৭ রানে যবনিকাপাত ঘটে দিল্লির ইনিংসের।

ব্যাট হাতে সর্বোচ্চ ১৮ রান করেন কোরি অ্যান্ডারসন। ১১ করে রান করেন করুন নায়ার ও রাবাদা। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

বল হাতে কিংস ইলেভেন পাঞ্জাবের সন্দীপ শর্মা ৪ ওভারে ২০ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও বরুন অরুন।