আখাউাড়ায় ট্রাকচাপায় নিহত ১, আহত ৩
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩০) এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। আজ শনিবার (২৯এপ্রিল)সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন ছতুরা শরীফ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া ধরখার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জিয়া হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান।
আজ সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ছতুরা শরীফ সেতুর সামনে কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক মারা যান।এ ঘটনায় প্রাইভেটকারে থাকা তিন আরোহী আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
এ জাতীয় আরও খবর

ওসমানী বিমানবন্দরে ২ কোটি বৈদেশিক মুদ্রাসহ দুবাই যাত্রী আটক

বৈধভাবে স্বর্ণ আমদানি হবে, নীতিমালা অনুমোদন

মাদকবিরোধী অভিযান: গ্রেফতার তালিকায় এমপিসহ সাড়ে ৪শ’ জনপ্রতিনিধি

সংসদেই আছে মাদক সম্রাট, তাদের ফাঁসি দেন: এরশাদ
