সোমবার, ১লা মে, ২০১৭ ইং ১৮ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

তাইওয়ানের নাম পরিবর্তন করল চীন

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৮, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : এবার তাইওয়ানের নাম পরিবর্তন করল চীন। তাইওয়ানকে চীন তার একটি অভিন্ন অঙ্গরাজ্য বলে মনে করে। এরই অংশ হিসেবে তাইওয়ানের নাম পরিবর্তন করল দেশটি। আর নাম পরিবর্তন ঘোষণা করার জন্য চীন এক খেলার প্রতিযোগিতার আয়োজন করে৷

গ্লোবাল টাইমস জানায়, সরকারি চায়না সেন্ট্রাল টেলিভিশন, ২০১৭ এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে ১১ এপ্রিল তাইওয়ান’কে ‘ঝাংহুয়া তাইপে’-এর পরিবর্তে ‘ঝাংগুও তাইপে’ বলে উল্লেখ করে৷ ‘ঝাংহুয়া’এবং ‘ঝাংগুও’-দুটির মানেই চীন কিন্তু ঝাংগুও’কে ‘People’s Republic of China’-এর প্রেক্ষাপটে দেখা হয়৷

এ ঘটনার পর ‘Taiwan mainland affairs council’-এর প্রধান ক্যাথরিন চ্যাং এই বিষয়টির তীব্র নিন্দা করেন৷ ক্যাথরিন জানান, তার সরকার এ বিষয়টিকে কখনোই স্বাকীর করে নেবে না৷

এ জাতীয় আরও খবর