ধোনিতে মজেছে সোশ্যাল মিডিয়া
স্পোর্টস ডেস্ক :বিদ্যুৎ গতিতে স্ট্যাম্পিংয়ের জন্য বেশ সুনাম রয়েছেন ভারত জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনির। না দেখেই বিদ্যুৎ গতিতে স্টাম্পিং করাটা তার কাছে মামুলি ব্যাপার।
গতকাল কলকাতা বনাম পুণের ম্যাচে তার সেই অবিশ্বাস্য কিপিং দেখলো ক্রিকেট দুনিয়া। ঘটনাটি ঘটল কেকেআর-এর তৃতীয় ওভারে। ওয়াশিংটনের বল ফাইন লেগে ফ্লিক করে শর্ট রান নেওয়ার জন্য ছুটলেন গৌতম গম্ভীর। শার্দুল ঠাকুর বল ধরেই উইকেট লক্ষ্য করে ছুঁড়লেন।
ধোনি বুঝতে পারেন যে, শারদুলের ছোঁড়া বল গ্রিপ করার সময়তেই সুনীল নারিন রানটি নিয়ে ফেলবেন। ফলে ধোনি বল না-ধরে শুধু গ্লাভস ছুঁইয়ে স্টাম্প করে দিলেন। আর ধোনির এই ‘স্ট্রিট স্মার্ট’ বুদ্ধির তারিফ করছেন সকলেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ম্যাচ শেষে কেকেআর-এর উইকেট কিপার-ব্যাটসম্যান রবিন উথাপ্পাও মাহির এই স্টাম্পিংয়ের ভূয়সী প্রশংসা করলেন। তিনি বলছেন, ‘‘ ভারতীয়দের কাছে এমএস উইকেট কিপিংয়ের মাপকাঠি। আমি ধীরে ধীরে সেটা রপ্ত করার চেষ্টা করছি।