শুক্রবার, ২৮শে এপ্রিল, ২০১৭ ইং ১৫ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

অভিজিৎ হত্যার তদন্ত প্রতিবেদন ফের পেছাল

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৬, ২০১৭

অনলাইন ডেস্ক : লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবারও পিছিয়ে আগামী ৩০ মে দিন ধার্য করেছেন আদালত।

বুধবার মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন এদিন ধার্য করেন। এর আগেও এই মামলার তদন্ত প্রতিবেদন বেশ কয়েকবার পেছানো হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ। পরে অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় রাজধানীল শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।