রোমে জোর করে খোলা হল মুসলিম নারীর হিজাব
---
আন্তর্জাতিক ডেস্ক : ইতালির রোমে চিয়ামপিনো বিমানবন্দরে জোর করে খোলে ফেলা হল এক মুসলিম নারীর হিজাব। খবর দ্যা এক্সপ্রেস ট্রিবিউনের।
আঘনিয়া আজকিয়া নামে ওই ইন্দোনেশিয় নারী শুক্রবার গণমাধ্যমকে বলেন, তিনি লন্ডন যাওয়ার সময় রোমের চিয়ামপিনো বিমানবন্দর কর্তৃপক্ষ জোর করে আমার হিজাব খোলে ফেলেন।
অথচ কয়েকজন খৃস্টান নানকে তাদের মাথার স্কার্ফসহই বিনা তল্লাশিতে বিমানে উঠতে দিল। এ ঘটনাকে তিনি মুসলিমদের প্রতি বিমানবন্দর কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।
তার সঙ্গে নিরাপত্তা কর্মীরা যে বৈষম্যমূলক আচরণ করেছেন, তার একটা ভিডিও ক্লিপ তিনি ইন্টারনেটে আপলোড করে দিয়েছেন।
এতে নিরাপত্তা কর্মীদের উদ্দেশে তাকে বলতে শুনা গেছে, আপনাদের নিরাপত্তা তল্লাশি সংক্রান্ত আইনের কোন অনুচ্ছেদে হিজাব খোলে ফেলার কথা বলা হয়েছে তা আমাকে দেখান।