মঙ্গলবার, ২০শে জুন, ২০১৭ ইং ৬ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ৪ইউপিতে নৌকার মর্যাদার লড়াই !

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১৫, ২০১৭

---

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৪ টি ইউপিতে রাত পোহালেই ভোট।৩১ হাজার ৫ শত ৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।যার প্রায় অর্ধেক ভোটার নারী।বাঞ্ছারামপুরের ১৩টি ইউপির মধ্যে বাদবাকী ১১টি ইউপিতে আসন গেড়েছে নৌকা। ৪টি ইউপি হলেও চেয়ারম্যান পদের ভোটযুদ্ধ হবে শুধু দরিয়াদৌলত ও আইয়ূবপুর ইউনিয়নে।
দরিয়াদৌলত গ্রামের ভোটার আমীর হোসেন বলেন ,-‘সার্বিক বিবেচনায়,দশ চক্রে ভগবান যেমন ভূত হয়-সেই হিসেব কষলেও নৌকা বিজয়ী।সন্মান থাকবে উন্নয়নের রুপকারখ্যাত ক্যা.এবি তাজুল ইসলাম এমপির’। বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূপুর ইউপির ফেরীঘাট এলাকার মোরগ মার্কার মো. আল আমীন বলেন,আমি নিজেও ক্যা তাজ ভাইয়ের ভক্ত হইছি।কিসের লাইগ্যা জানেন? ক্যা.তাজ আমগোরে ফেরী থাইক্ক্যা ২ কি মি. লম্বা ব্রীজ উপহার দিতাছেন।তাজ ভাইয়ের লাইগ্যা তো অহন ঢাকায় ৪ ঘন্টার রাস্তার পথ দেড় ঘন্টায় যাওন যাইবো,তারচে আর বেশী কি চাই।আর আমি নির্বাচিত হইলে এলাকার তো করমুই নিজের গ্রামেও একটা স্কুল বানাইতে চেষ্টা করমু। উল্লেখ্য,সম্প্রতি সংসদে সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সম্পষ্টত উচ্চারন করেছেন  এ বছরই(২০১৭ সালের মধ্যে ব্রীজের কাজ শুরু হবেই) বাঞ্ছারামপুর- আড়াইহাজার-ভূলতা রাজধানী ঢাকা থেকে উত্তর পূর্বাঞ্চলের সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপনের কথা।আইয়ূবপুরের দশানী গ্রামের শংকর দাস বলেন,-‘সেই হিসেবে তাহলে কি আইয়ূবপুর ইউনিয়নের মানুষ নৌকা প্রতীক কে ভুলতে পারবে ?’ দরিয়াদৌলতের কদমতুলী গ্রামের বৃদ্ধ কাশেম মিয়া বলেন,-‘আমগো দরিয়াদৌলতে তাজ সাব যে উন্নয়ন করছে,হেরে আল্লাহ বাচাইয়্যা রাখুক’।

এ জাতীয় আরও খবর