হান্নানের শ্বশুর-শাশুড়ি বললেন – কৃতকর্মের ফল
            AmaderBrahmanbaria.COM
            
          
              এপ্রিল ১৩, ২০১৭
            
          মাগুরা প্রতিনিধি : হুজির শীর্ষ নেতা মুফতি হান্নানের ফাঁসি তার কৃতকর্মের ফল বলে মন্তব্য করেছেন তার শ্বশুর মাগুরা সদর উপজেলার মঘি গ্রামের বাসিন্দা আনসার উদ্দিন মোল্লা এবং শাশুড়ি আলেয়া বেগম। শান্তির ধর্ম ইসলামের নামে বোমাবাজী ও মানুষ হত্যার কারনে তারা জামাই হান্নানের প্রতি ঘৃণা প্রকাশ করেন তারা।
মুফতি হান্নানের শ্বশুর আনসার মোল্লা চরমোনাই পীরের অনুসারী এবং মাগুরা জেলা মুজাহিদ কমিটির সভাপতি। তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি জামায়াতে ইসলামের রাজনীতির প্রতিও ক্ষোভ প্রকাশ করেন।
আনসার উদ্দিন বলেন, জামায়াতের কথা ও কাজের মিল নেই। এটি কোনও ইসলামী দল নয়।
 
        
