শুক্রবার, ১৪ই এপ্রিল, ২০১৭ ইং ১লা বৈশাখ, ১৪২৩ বঙ্গাব্দ

মেলানিয়া ট্রাম্পের কাছে ক্ষমা চাইল ডেইলি মেইল, ত্রিশ লাখ ডলারে সমঝোতা

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১৩, ২০১৭

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের মডেলিং ক্যারিয়ার নিয়ে আপত্তিজনক সংবাদ প্রকাশের জেরে ক্ষমা চেয়েছে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল। মিসেস ট্রাম্পকে তারা ক্ষতিপূরণ দিতেও রাজি হয়েছে।

ওই পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল যে, একসময় মেলানিয়া ট্রাম্প এসকর্ট হিসাবে কাজ করতেন। যদিও পরে ওই প্রতিবেদনটি প্রত্যাহার করে নেয়া হয়।

যারা অর্থের বিনিময়ে সঙ্গ দিয়ে থাকেন, তাদেরকে এসকর্ট বলে বর্ণনা করা হয়।গতবছরের মার্কিন নির্বাচনের প্রচারণার সময় ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এর পর ডেইলি মেইলের বিরুদ্ধে ১৫ কোটি ডলার ক্ষতিপূরণের মামলা করেন মেলানিয়া ট্রাম্প। ক্ষতিপূরণের প্রস্তাব আর পত্রিকাটির ক্ষমা প্রার্থনায় সম্মত হয়েছেন মিসেস ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ক্ষতিপূরণ যাই দাবি করা হোক না কেন, মামলার খরচসহ ত্রিশ লাখ ডলারে ডেইলি মেইল আর মিসেস ট্রাম্পের মধ্যে সমঝোতা হয়েছে। বিবিসি।