শান্তনু কায়সারের মৃত্যুতে সাহিত্য একাডেমির শোক
বাংলাদেশের স্বাধীনতা উত্তরকালে প্রবন্ধ-গবেষনা ও সমালোচনা -সাহিত্যে এক উল্ল্যেখযোগ্য নাম শান্তনু কায়সার। গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি মৃত্যুবরণ করেন। ২০১৫ সালে প্রবন্ধ ও গবেষনায় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত এই জীবনঘনিষ্ঠ লেখক ছিলেন বহুসাত্রিক প্রতিবার অধিকারী। তিনি একাধারে ছিলেন কবি,গল্পকার,নাট্যকার,এবং প্রাবন্ধিক।শান্তনু কায়সারের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া এবং সাহিত্য একাডেমির সম্পর্ক ছিল আমৃত্যু সুগভীর। তিনি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন। আমৃত্যু তিনি ছিলেন সাহিত্য একাডেমির অন্যতম উপদেষ্টা। দেশ এবং দেশের বাইরে সুবক্তা এবং তাত্ত্বিক আলোচক হিসেবে তাঁর খ্যাতি সুবিদিত। সাহিত্য একাডেমির বহু অনুষ্ঠানে তিনি বক্তৃতা করেছেন। শান্তনু কায়সারের অকাল মৃত্যু দেশ এক বস্তনিষ্ঠ তাত্ত্বিক লেখককে হারালো – যে ক্ষতি দীর্ঘদিনে পূরণ হওয়ার নয়। বাংলা নববর্ষের পূর্বমুহূর্তে শান্তনু কায়সারের মৃত্যুতে সাহিত্য একাডেমি পরিবার গভীরভাবে শোকাভিভূত। আমরা কামনা করি তাঁর আতœীয় পরিজন এবং ঘনিষ্ঠজন এই মৃত্যুর অপরিসের শোক বহন করার শক্তি অর্জন করুক।