খলনায়ক ডিপজলের মায়ের ইন্তেকাল
            AmaderBrahmanbaria.COM
            
          
              এপ্রিল ১২, ২০১৭
            
          বিনোদন ডেস্ক :বাংলা চলচ্চিত্রের খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের ‘মা’ জাবেদা বেগম (৮০) আজ বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সময় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। বাংলাদেশ শিল্পী সমিতির সাধারন সম্পাদক অমিত হাসান বিষয়টি বিডিটুয়েন্টিফোর লাইভকে নিশ্চিত করেন।
জাবেদা বেগম তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-গুনগ্রাহী রেখে গেছেন।
ডিপজল বলেন, ‘কিডনি রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ধরেই স্কয়ার হাসপাতলে চিকিৎসা নিচ্ছিলেন আমার মা। আজ তিনি হাসপাতালে মারা গেছেন।’
তিনি আরো বলেন, ‘আগামীকাল গাবতলীর দ্বীপনগরে তাঁর মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে আমার নানা-নানির পাশে দাফন করা হবে।’ মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
 
        


