শুক্রবার, ১৪ই এপ্রিল, ২০১৭ ইং ১লা বৈশাখ, ১৪২৩ বঙ্গাব্দ

কলকাতায় মুখোমুখি দুই ‘বেগম’

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১২, ২০১৭

বিনোদন ডেস্ক : দুই বেগমের মোলাকাত। দেখা হতেই জড়িয়ে ধরলেন একে অপরকে। শুভেচ্ছা বিনিময়ের আবহে ফ্রেমবন্দি হলেন দুই বেগমজান— ঋতুপর্ণা সেনগুপ্ত ও বিদ্যা বালন। আর এই ম্যাজিক তৈরির নেপথ্যে ছিলেন ‘রাজকাহিনী’ ও ‘বেগমজান’-এর স্রষ্টা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে সৃজিতের নতুন ছবি ‘বেগমজান’। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বিদ্যা। সে ছবির প্রচারেই সোমবার কলকাতায় ছিলেন ‘বেগমজান’-এর সদস্যরা। এক অনুষ্ঠানে দেখা হল দুই ছবির কলাকুশলীদের। সৃজিতের কথায়, ‘‘এটা একদম নতুন একটা ইভেন্ট। আগে এমনটা হয়নি। বিদ্যা ও ঋতুপর্ণা শুটিং-এর নানা গল্প এক্সচেঞ্জ করলেন। বাকিরাও একে অপরের অভিনীত ছবি নিয়ে আলোচনা করেছেন। ’’

‘বেগমজান’ বিদ্যার খুব পছন্দের প্রজেক্ট। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘‘সাধারণত রিমেকের আইডিয়াটা আমার পছন্দের নয়। কিন্তু এই প্রজেক্টটা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারিনি। গল্পটাই আমাকে দারুণ টেনেছিল। বেগমজানের অ্যাটিটিউডটাই আমার দারুণ পছন্দের। ’’

তবে সবচেয়ে মজার কথাটা বললেন ‘রাজকাহিনী’র ‘যূথিকা’, অর্থাত্ সুদীপ্তা চক্রবর্তী। গতকালের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বললেন, ‘‘বিদ্যার সঙ্গে অনেক দিন পর দেখা হল। গওহরের সঙ্গে আলাপ ছিল না, আলাপ হল। আমার কো-অ্যাক্টরদের সঙ্গে দেখা হল, আড্ডা হল। বিদ্যাকে আমি ‘বেগমজান’-এর জন্য উইশ করেছি। তবে এটাও বলেছি, ছবিটা যেন ‘রাজকাহিনী’র থেকে কম ভাল হয়।’’ সূত্র: আনন্দবাজার পত্রিকা