আমেরিকায় স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ২
            AmaderBrahmanbaria.COM
            
          
              এপ্রিল ১১, ২০১৭
            
          আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি প্রাইমারী স্কুলে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় সান বার্ডানদিনোর নর্থ পার্ক ইলিমেন্টারি স্কুলে এঘটনা ঘটে।
সান বার্ডিনোর পুলিশ প্রধান জ্যারোড বুরগন জানান, এক আত্মঘাতী বন্দুকধারীর গুলিতে দুই অভিভাবক নিহত হয়েছে। এছাড়া আহত আরও দুই ছাত্রকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, হামলাকারীকে নিবৃত করা হয়েছে। তার কাছ থেকে আর কোনো হুমকি নেই।
 
        
