g ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক সংকট সহ নানা কারণে বন্ধ হচ্ছে চাতাল মিল | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৬ই আগস্ট, ২০১৭ ইং ১লা ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক সংকট সহ নানা কারণে বন্ধ হচ্ছে চাতাল মিল

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৭, ২০১৭

---

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় চাতাল মিল গুলো দিনে দিনে  শ্রমিক সংকট সহ নানান কারণে বন্ধ হচ্ছে। বিপুল পরিমান অর্থ এই ব্যবসায় বিনিয়োগ করে বর্তমানে পথে বসার উপক্রম হয়েছে মিল মালিকদের । তারা বলছে শ্রমিক সংকট বর্তমানে তীব্র হয়ে দাড়িঁয়েছে। এছাড়াও শ্রমিকরা বিভিন্ন মালিকদের কাছ থেকে লাখ লাখ টাকা দাদন নিয়ে পালিয়ে যাওয়ার কারনে পথে বসতে হচ্ছে মিল মালিকদের। তার উপরে রয়েছে চড়া সুদে ব্যাংক ঋনের বোঝা। এদিকে শ্রমিকরা বলছে কাজের বিনিময়ে তাদের যে মজুরী প্রদান করা হয় তা দিয়ে সংসার চালানো কঠিন তাই ভিন্ন পেশায় ঝোকঁছেন তারা। তাছাড়া ধানের মূল্য বাজারের চালের মূল্যের চেয়ে বেশি হওয়ায় আরেকটি বাধা হয়ে দাড়িঁয়েছে। ধান প্রক্রিয়াজাত করণ শেষে চাল রুপান্তর করা পযর্ন্ত লোকসান গুণতে হয় বলে দাবি মিল মালিকদের।
জেলা চাতাল কল মালিক সমিতির পক্ষ থেকে  জানানো হয়, শ্রমিক সংকট, চড়া সুদে ব্যাংক লোন ও বাজারে ধানের ক্রয় মূল্য থেকে চালের বিক্রয় মূল্য কম হওয়ায় লোকসান বেড়ে যাওয়ার কারনে পুজির অভাবে মিল বন্ধ করে দিয়েছে অনেক মালিক। অচিরেই কম সুদে তাদের ব্যাংক ঋনের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

এ জাতীয় আরও খবর