বাঞ্ছারামপুরে বখাটে মটরসাইকেল ঘটনায় কেবল মটর সাইকেল জব্দ করেছে
---
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিদ্র জুতা সেলাইকারী মুচি বিষু দাসের মেধাবী মেয়ে ও ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী ৬ দিন পেরিয়ে গেলেও দুরুন্ত বালিকা বিথীর জ্ঞান ফিরেনি বলে জানিয়েছে তার বাবা। তিনি মুঠোফোনে জানান, ‘‘আমার মেয়ে তো শিক্ষক হতে চেয়েছিলো।সে ৭ম শ্রেনীর ছাত্রী হয়েও সে প্রাইমারী শিক্ষার্থীদের হাসিমুখে অবসরে পড়াত । আমার মেয়ে এখন ঢাকা মেডিকেলের আইসিইউ তে মৃর্ত্যূ সাথে পাঞ্জা লড়ছে।ভগ সে আর কোন দিন বই হাতে স্কুলে যেতে পারবে কি-না।আমি টাকা পয়সা ছাড়া ৬ দিন ধরে এক কাপড়ে ঢাকা মেডিকেলে মেয়ে কখন চোঁখ খুলবে সেদিকে তাকিয়ে আছি’’। এদিকে সংবাদ মাধ্যম ও ফেসবুকে এই সংবাদ ঘটনা ঘটার ৫দিন পর জানাজানি হবার পর, রীতিমতো ভাইরাল হয়ে উঠে দরিদ্র বিথীকে ইভটিজিং করতে গেয়ে গুরুতর আহত বিথীকে নিয়ে। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি (তদন্ত)সাব্বির আহমেদ আজ জানান,-‘বিথীর স্কুলের প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ দেন গত ৩১ এপ্রিল।মামলাটি প্রক্রিয়াধীন।তবে,এর মধ্যে অভিযুুক্ত শাকিবের ব্যবহÍত মোটর বাইকটি জব্দ করে থানায় নিয়ে আসি।তাকে জিঙ্ঞাসাবাদের জন্য আটকের জন্য খোজা হচ্ছে।’বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম আজ উপজেলা পরিষদে এই ঘটনা এই প্রতিবেদকের মাধ্যমে সংবাদ মাধ্যমে আসায় সাধুবাদ জানিয়ে অবিলম্বে বিথীর ঘটনায় অভিযুক্ত বখাটে শাকিবের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়ে এবং এই ঘটনার নিন্দা জানান।সে সাথে আজ বুধবার প্রধান শিক্ষক প্রশাসনের সবার কাছে স্কুলের অন্য একটি কাজে এসেও বিথীর গুরুতর আহত হওয়ার ঘটনাটি প্রকাশ না করায় অসন্তুষ প্রকাশ করেন।