চীনে কারখানায় বিস্ফোরণে ৫ জনের মৃত্যু, আহত ৩
            AmaderBrahmanbaria.COM
            
          
              এপ্রিল ৩, ২০১৭
            
          আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে রোববার বিকেলে এক অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু ও অপর তিন জন আহত হয়েছে।
নগরীর গণসংযোগ কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রোববার বিকেল ৫টা ২০ মিনিটে আনকিং নগরীর ওয়ানহুয়া তেল কোম্পানির একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। অগ্নিকাণ্ডের তিন ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হয়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে তিন জনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর পাঁচ জন সেখানে আটকা পড়ে।
তবে সোমবার ভোরে পাঁচ জনের সকলকেই মৃত অবস্থায় পাওয়া গেছে সেখানে। উদ্ধারকৃতদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সামান্য আহত হওয়া অপর এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। সিনহুয়া।
 
        

