শুক্রবার, ২৮শে এপ্রিল, ২০১৭ ইং ১৫ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

জঙ্গি রাজীব গান্ধী সাতদিনের রিমান্ডে

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৬, ২০১৭

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত জেএমবি সদস্য তুহিন হত্যা মামলায় জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে গাইবান্ধা আমলী আদালতের বিচারক সঞ্চিতা বিশ্বাস এই রিমান্ড আদেশ দেন।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক জানান, জঙ্গি রাজীব গান্ধীর ১০ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান জানান, ২০১৬ সালের ৯জুন জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে গোপন বৈঠক করছিলো জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য তুহিনসহ বেশ কয়েকজন। এ খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তুহিনসহ সংঘবদ্ধ জেএমবির সদস্যরা পুলিশের উপর গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলে জেএমবির সদস্য তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। ওসি বলেন, ‘রিমান্ডে এনে রাজীব গান্ধীকে জিজ্ঞাসাবাদ করলে তুহিন হত্যার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।’