শনিবার, ১লা জুলাই, ২০১৭ ইং ১৭ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মদিন সে তো বাংলাদেশেরই জন্মদিন

AmaderBrahmanbaria.COM
মার্চ ১৬, ২০১৭
news-image

---

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তাঁর ৯৬ তম জন্ম বার্ষিকী। ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জ জেলার বাইগার নদীর তীর ঘেঁষা ছবির মতো সুন্দর হিরণময় টুঙ্গিপাড়া গ্রামে বাঙ্গালী জাতির কোলকে আলোকিত করে পিতা শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুন এর ঘরে তিনি জন্ম গ্রহণ করেন। বাংলার দুঃখী মানুষের দুঃখে মুজিব আশৈশব বিচলিত ছিলেন। বাল্যকালেই তাঁর জীবনীতে নেতৃত্বের গুণ দেখা যায়। ১৯৩৯ সালে মুজিব যখন গোপালগঞ্জ মিশন হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র তখন অবিভক্ত মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ,কে, ফজলুল হক এবং অন্যতম মন্ত্রী শহীদ সোহরাওয়ার্দী উক্ত হাই স্কুল পরিদর্শনে যান। সাম্প্রদায়িক প্রতিকূলতাকে পায়ে দ’লে কিশোর মুজিব মাননীয় মন্ত্রী মহোদয় গণকে যথাযোগ্য সংবর্ধনা জানান এবং ছাত্রদের পক্ষ থেকে স্কুল ছাত্রাবাসের নষ্ট ছাদ মেরামতের দাবী জানিয়ে অবিলম্বে উহা কার্যকর করার ব্যবস্থা করিয়ে নেন। এই খানেই মুজিবের নেতৃত্বের উন্মেষ ঘটে এই সংবর্ধনাকে কেন্দ্র করে তাঁর বির”দ্ধে ষড়যন্ত্র করা হয় এবং কিশোর মুজিবকে সাতদিনের কারাবাস ভোগ করতে হয়। কিশোর জীবনের কারাবাসের অভিজ্ঞতা থেকেই মুজিব যে কোন স্বৈরশাসকের ভ্রূকুটিকে উপেক্ষা করে বাঙ্গালী জাতীয়তাবাদী সংগ্রামকে এগিয়ে নেয়ার সাহস ও শক্তি সঞ্চয় করেন।

আসলেই মুজিব জন্মগতভাবেই সাহসী। স্বার্থক প্রতিবাদী, অকুতোভয় সংগ্রামী। আর প্রতিবাদী মুজিব কেবল শাব্দিক অর্থেই নয় বাস্তবেও প্রমাণিত সত্য। কলকাতা শহরে তখন সাম্প্রদায়িক দাঙ্গা চলছে। বেলাশেষে কলকাতা ইসলামিয়া কলেজের হোস্টেল প্রাঙ্গণে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। একজন অবাঙ্গালী সাম্প্রদায়িক গুন্ডা হোস্টেল প্রাঙ্গণে অবস্থানরত একজন বাঙালী ছাত্রের পেটে ছোরা মেরে তাকে ধরাশায়ী করে। এই অবস্থা দেখে মুজিব ভীষণভাবে বিচলিত হন এবং ঐ অবাঙ্গালী গুন্ডাকে ধরে ফেলার জন্য তার পিছে ধাওয়া করেন। অবাঙ্গালী গুন্ডা শহরের অন্ধকার গলির মধ্যে পালিয়ে যায়। মুজিব ফিরে এসে হোস্টেলের গেটে লাঠি হাতে দাঁড়িয়ে থাকেন পরবর্তী যে কোন প্রতিক্রিয়ার মোকাবেলা করার জন্য। এমন সময় মুসলিম ছাত্রলীগের কয়েকজন সদস্য গেটে মুজিবকে ঐ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে মুজিব ভাই আপনি এই অবস্থায় দাঁড়িয়ে আছেন কেন? উত্তরে মুজিব বলেন- “এই মাত্র একজন অবাঙ্গালী গুন্ডা একজন বাঙ্গালী ছাত্রের পেটে ছোরা মেরে পালিয়ে গেল। তোমরা আমার পাশে এসে দাঁড়াও অবাঙ্গালী গুন্ডাদের সায়েস্তা করতে হবে। বাঙ্গালীদের বাঁচাতে হবে।” উপরোক্ত তথ্য থেকে বুঝা যায় বাঙ্গালী প্রিয় মুজিব বাংলায় জন্ম গ্রহণ করেছিলেন নির্যাতিত, নিপীড়িত, পরশাসিত, শোষিত, অধঃপতিত বাঙ্গালী জাতির ত্রাণকর্তা, নেতা ও পিতার দায়িত্ব পালনের জন্য। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু একে অপরের সাথে এমনিভাবে জড়িত যেভাবে গাছ এবং শিকড়, সাগর এবং উর্মিমালা, ফুল এবং গন্ধ, আকাশ এবং সূর্য। কারণ এগুলোকে কখনো আলাদা বা বিচ্ছিন্ন করা যায় না।

২০০৪ সালে আকস্মিকভাবে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের লেখা চারটি খাতা তাঁর কন্যা বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার হস্তগত হয়। খাতাগুলি পাঠ করে জানা গেল এটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, যা তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে অন্তরীন অবস্থায় লেখা শুর” করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। জেল-জুলুম, নিগ্রহ-নিপীড়ন থাকে সদা তাড়া করে ফিরেছে, রাজনৈতিক কর্মকান্ডে উৎসর্গীকৃত-প্রাণ, সদাব্যস্ত বঙ্গবন্ধু যে আত্মজীবনী লেখায় হাত দিয়েছিলেন এবং কিছুটা লিখেছেনও এই বইটি তার সাক্ষর বহন করেছে। ‘অসমাপ্ত আত্মজীবনী’ শেখ মুজিবুর রহমানের একটি বই, একটি জীবন, একটি ইতিহাস। বইটিকে বলা যায় বাঙালির ঘরের খোলা জানালা, রৌদ্র করোজ্জ্বল বারান্দা, উন্মুক্ত প্রাণময় উঠোন, বিস্তৃত শ্যামলা শস্যের মাঠ, শত শত নদী, দূরের মনোমুগ্ধকর সবুজ পাহাড় আর ভালোলাগার বঙ্গোপসাগর। এ বইতে নদী মেঘলা মাটির গন্ধ আছে। মধুমতি নদীর কাদা মাখানো আছে এবং বাইগার নদীর নির্যাস আছে। টুঙ্গিপাড়ানামক অঁজগ্রামের আলো বাতাসের মৌ মৌ গন্ধ আছে। সেই গ্রামে মানব শিশু ছোট্ট খোকার জন্ম ও বেড়ে ওঠার নিবিড় বর্ণনা আছে। যে খোকা নিজেই তার কথা বলেছেন। বলেছেন নিজের ভাষায়, নিজের ভালোবাসায়। স্মৃতি থেকে তুলে এনে জাদুকরী বর্ণনায় সত্যকে সুন্দর করে বলার এক অসম্ভব, অসাধারণ শব্দ গাথা এটি। কারাগারের বন্দী জীবনের নির্জন, বন্ধ, প্রকৃতির মায়াহীন, ছায়াহীন ঘরে বসে বেদনার্ত মনে কি করে এমন রূপময় বর্ণনায় বাঙালির মন, রূপ, রস, গন্ধ, আনন্দ, বেদনা আর এই ¯িœগ্ধ জননী-জন্মভূমির কথা সহজ সরল ও প্রবহমান ভাষায় নিজের আত্মকথনের মাধ্যমে তুলে ধরলেন, কিছুতেই ভেবে পাইনা। এতদিন যাকে জানতাম বাঙালির কান্ডারি, তাঁকে এখন বইটির মাধ্যমে আবিষ্কার করলাম ইতিহাসের এক রাখাল রাজা, এক অসাধারণ কথক হিসেবে। বঙ্গবন্ধুর ৫৫ বছরের জীবনে ১২ বছরের অধিক কেটেছে কারাগারে, জীবনের অর্ধেক কেটেছে রাষ্ট্রীয় নিপীড়নে পুরো জীবন গেছে স্বাধীনতা নির্মাণে। আজ একটি কথা না লিখে পারছি না, আমরা কি জানি Inclusive democracy র কথা।

৭ই মার্চের ভাষনে তিনি বলেন, “যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও, একজন যদিও হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব।” গণতন্ত্রের সবচেয়ে বড় সমালোচনা হল সংখ্যাগরিষ্ঠের মতামতের নামে অনেক ভাল চিন্তা ও উদ্যোগ বাতিল হয়ে যায়। শুভ কাজ সংখ্যাগরিষ্ঠের চাপে পিষ্ঠ হয়। যে মহান মানুষটি কমপক্ষে একজন লোকের মতামত এবং সর্বোচ্চ লোকের মতামতকে গুরুত্ব দিতেন অর্থাৎ আপামর জনগণকে জীবন দিয়ে কি রকম ভালবাসতেন তার একটি কথা না লিখে পারছি না। বিশ্ববিখ্যাত সাংবাদিক ডেভিড ফ্রস্ট হয়তো বেকায়দায় ফেলতে বা বিব্রত করতে কিংবা সরলভাবে বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করেছিলেন Mr. Prime minister what is your qualification?  “উত্তরে বঙ্গবন্ধু বলেন- I love my people” এরপর তিনি প্রশ্ন করেন What is your disqualification? চোখ মুছতে মুছতে প্রতিভাদীপ্ত কন্ঠে বলেন  I love them too much পরিশেষে সর্বদা উপকারী, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো, অসহায় মানুষের অধিকার আদায়ের সচেষ্ঠ, খোকা থেকে মুজিব, মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে বাঙ্গালী জাতির জনককে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এনে দেওয়ার জন্য শুধু মাত্র জন্ম দিবসেই নয়, তাঁকে মনে পড়ে পাখি ডাকা ভোরে, রোদেলা দুপুরে, সূর্যের সামনে, জ্বলন্ত মোমের আড়ালে, হেলে যাওয়া বিকেলে, শান্ত গোধুলিতে, কনকনে শীতে, মুষলধারে বৃষ্টিতে, চাঁদের সুষমা ভরা রাতে, আর চেতন অবচেতন মনে।

লেখকঃ মোঃ কায়ছার আলী ,শিক্ষক ,এম.এস.এস (রাষ্ট্রবিজ্ঞান), বি.এড (১ম শ্রেণী)। সহকারী প্রধান শিক্ষক। ফরক্কাবাদ এন.আই স্কুল এন্ড কলেজ। বিরল, দিনাজপুর।

০১৭১৭-৯৭৭৬৩৪,[email protected]