সোমবার, ৬ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৪শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

‘সাইবার নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে এনবিআরসহ সরকারি ২১ সংস্থা’

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৫, ২০১৭

 

আন্তর্জাতিক ডেস্ক :জুনাইদ আহমেদ পলকতথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সাইবার নিরাপত্তার ঝুঁকিতে থাকা সরকারি ২১টি সংস্থার মধ্যে এনবিআর অন্যতম। এজন্য এনবিআরের সাইবার নিরাপত্তার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এনবিআরও এ বিষয়ে প্রস্তুতি গ্রহণ করেছে, সরকার তাদের সহায়তা করে যাচ্ছে।
আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) সেগুনবাগিচাস্থ জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে আয়োজিত ‘ডিজিটাল এনবিআর-এ সাইবার নিরাপত্তা কার্যক্রম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পলক এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকসহ বেশকিছু গুরুত্বপূর্ণ জায়গায় সাইবার হামলার পর সময় এসেছে সাইবার নিরাপত্তা নিয়ে ভাবার। তথ্য নিরাপত্তার বিষয়কে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের রূপকল্প বাস্তবায়ন ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য এনবিআরকে শক্তিশালী করার কোনও বিকল্প নেই।’
পলক বলেন, ‘প্রযুক্তি সহায়তায় কিভাবে উন্নয়নের অক্সিজেন বাড়ানো যায় সেদিকে গুরুত্ব বেশি দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড যত দ্রুত ডিজিটালাইজেশন হয়েছে, বিশ্বের অন্য কোনও রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠানে এত দ্রুত ডিজিটালাইজেশন হয়েছে কিনা আমার জানা নেই।’ এজন্য এনবিআর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান আইসিটি প্রতিমন্ত্রী।
রাজস্ব আদায়ের জন্য এনবিআর যেভাবে ইন্টেলিজেন্স ব্যবহার করে, ঠিক একইভাবে সাইবার নিরাপত্তা হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে বলে জানান জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘এনবিআর দেশের ২১টি ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে অন্যতম। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এটি সরকারের অগ্রাধিকার। তাই আমরা পার্টনারশিপ করে কাজ করছি।’
সেমিনারে সাইবার নিরাপত্তা বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরেন আইসিটি প্রতিমন্ত্রী নিজেই। অন্যদিকে ডিজিটাল এনবিআরের অগ্রগতি তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য কালিপদ হালদার।
অনুষ্ঠানে সদ্যসমাপ্ত ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০টি প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি জুনাইদ আহমেদ পলক।
সেমিনারে হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, আইটি বিশেষজ্ঞ ও বেসিস সভাপতি মোস্তাফা জব্বার, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ফরহাদ হোসেন, ন্যাশনাল ডেটা সেন্টারের পরিচালক তারেক বরকত উল্লাহ ছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, কমিশনার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।