মঙ্গলবার, ৭ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৫শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে তালিকা দিবে সার্চ কমিটি

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : আগামী ৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সার্চ কমিটি ২০ জনের তালিকা দেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ।

আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সার্চ কমিটির সংক্ষিপ্ত তালিকায় থাকা ব্যক্তিদের যোগ্যতা সম্পর্কিত প্রাপ্ত তথ্যাদি যাচাই-বাছাইয়ের কাজ করছে সার্চ কমিটি। সর্বোত্তম ব্যক্তি খুঁজে বের করতে তথ্য সংগ্রহ চলছে। সার্চ কমিটি আবার ৬ ফ্রেব্রুয়ারি বিকেল পাঁচটায় বৈঠকে বসবে। আশা করা হচ্ছে ৮ ফেব্রুয়ারির মধ্যে নাম বাছায় শেষে রাষ্ট্রপতির কাছে তালিকা জমা দিতে পারবে।

এর আগে বিকেল ৫টায় জাজেস লাউঞ্জে কমিটির আহ্বায়ক বিচারপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে বুধবার দেশের চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে করে সার্চ কমিটি।

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে এর আগে মঙ্গলবার ২৬টি রাজনৈতিক দল থেকে প্রাপ্ত নামের তালিকা যাচাই-বাছাই করে ২০ জনের একটি খসড়া তালিকা তৈরি করে সার্চ কমিটি।