বৃহস্পতিবার, ২৬শে জানুয়ারি, ২০১৭ ইং ১৩ই মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

সার্চ কমিটির প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৫, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করেছেন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

কমিশনের বাকি সদস্যরা হলেন, হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরীণ আখতার। আইন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদের একটি বিশ্বস্ত সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানায়।

এ বছর একজন নারী সদস্যকে যুক্ত করাসহ সদস্য সংখ্যাও ৫ থেকে ৬ এ আনা হল। এ নিয়ে বিএনপিসহ বিভিন্ন দল থেকেও রাষ্ট্রপতিকে প্রস্তাব দেওয়া হয়েছিল।

বুধবার দুপুরে রাষ্ট্রপতির দফতর থেকে মন্ত্রিপরিষদ বিভাগে সার্চ কমিটির তালিকা প্রেরণ করা হয়।

জানা গেছে, সার্চ কমিটির প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১৯৯৯ সালে সহকারি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।