বৃহস্পতিবার, ২৬শে জানুয়ারি, ২০১৭ ইং ১৩ই মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

সঙ্গম অনেক নারীর জন্য বেদনাদায়ক : গবেষণা

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৫, ২০১৭

অনলাইন ডেস্ক : ব্রিটেনে প্রায় প্রতি দশ জন নারীর মধ্যে একজনের কাছে যৌন সঙ্গম বেদনাদায়ক একটি কাজ বলে দাবি করা হয়েছে সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের ফলাফলে।

ব্রিটিশ জার্নাল অব অবসটেট্রিস অ্যান্ড গাইনোকলোজি ১৬ থেকে ৭৪ বছর বয়সী ৭ হাজার নারীর উপর এই গবেষণাটি করেছে। তাদের সবারই নিয়মিত যৌন সম্পর্কের অভিজ্ঞতা রয়েছে।

সঙ্গম উপভোগ না করা বা সঙ্গম করার সময় কষ্ট পাওয়ার এই ব্যাপারটি চিকিৎসা বিজ্ঞানে ডিসপ্যারেনিয়া নামে পরিচিত। এটা সব বয়সী নারীর ক্ষেত্রেই ঘটতে পারে। পঞ্চাশ এবং ষাট বছরের মাঝামাঝি বয়েসী নারীরা এই সমস্যায় ভুগতে পারেন। আবার এই সমস্যা হতে পারে ১৬ থেকে ২৪ বছরের তরুণীদেরও।

এটা হলে চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন গবেষকরা। চিকিৎসায় এই সমস্যা ঠিক হতে পারে।

গবেষণায় জানা গেছে, একজন নারী নানা কারণে বেদনাদায়ক সঙ্গমের অভিজ্ঞতা পেতে পারেন। এটা হতে পারে শুষ্ক গোপনাঙ্গ, সঙ্গম চলাকালে উদ্বিগ্ন থাকা কিংবা নিরানন্দ সঙ্গম। তবে যৌনবাহিত কিছু রোগের কারণেও এটা হতে পারে।

গবেষণায় অংশ নেওয়া কিছু নারী বিবিসিকে জানান, সঙ্গম তাদের এতই বেদনাদায়ক অভিজ্ঞতা দেয় যে তারা সেটি করা থেকে বিরত থাকছেন।

লন্ডনের ৬২ বছর বয়েসী ক্যারেন (ছদ্মনাম) জানান, ৪০ বছর বয়েস থেকে তার এই সমস্যাটা হচ্ছে।

তিনি বলেন, আমার স্বামী যদিও আমার সমস্যাটা বুঝতে পারতেন, তারপরও তাকে এক পর্যায়ে ভয় পেতে শুরু করি আমি।

ক্যারেন আরেকটি সমস্যার কথা বলেন, কোন কিছু তার গোপনাঙ্গ দিয়ে প্রবেশ করানোর উপক্রম করলেই আপনাআপনি সেটি সংকুচিত হয়ে যেত। এটা শুধু সঙ্গমের ক্ষেত্রেই নয়, কোন ডাক্তারি পরীক্ষা করতে গিয়েও এটা হত।

তিনি আরও বলেন, নারীদের জানা দরকার এ ধরণের সমস্যার জন্য সাহায্য পাওয়ার উপায় আছে। কিন্তু সেটা যথাসময়ে করতে হবে। অনেক নারী এটা নিয়ে কথা বলতে চান না। আমরা সন্তান জন্ম দেওয়ার সময়কার ঘটনা নিয়ে নিজেদের মধ্যে বিস্তারিত আলাপ করি, কিন্তু আমাদের প্রজন্মের নারীরা সঙ্গম এবং ঋতুস্রাব নিয়ে খোলাখুলি কথা বলতে আগ্রহী না। আমাদের কথা বলা উচিত।

প্রধান গবেষক ড. ক্রিস্টিন মিচেল বলেন, শুধু বয়স্ক নারীরাই যে যৌন সমস্যা নিয়ে কথা বলতে বিব্রত হন তা নয়, এই প্রবণতা সব বয়সের ক্ষেত্রেই বিদ্যমান।