বৃহস্পতিবার, ২৬শে জানুয়ারি, ২০১৭ ইং ১৩ই মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার নেতৃত্বে উপল থারাঙ্গা

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৫, ২০১৭

স্পোর্টস ডেস্ক : দেড় বছর আগে জাতীয় দলে তার জায়গাও ছিল না। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে ফের জাতীয় দলে জায়গা করে নেন।

এরপর ধারাবাহিকভাবে ব্যাট হাতে দ্যূতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার তার কাঁধে জাতীয় দলের দায়িত্ব। বলছি শ্রীলঙ্কান ক্রিকেটার উপল থারাঙ্গার কথা। দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিবেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

ইনজুরির কারণে অ্যাঞ্জেলো ম্যাথুউস ছিটকে যাওয়ায় থারাঙ্গা ওয়ানডেতে শ্রীলঙ্কার দায়িত্ব পেয়েছেন। তবে আজ শেষ টি-টোয়েন্টিতে ম্যাথু্উসের পরিবর্তে আর্মব্যান্ড পড়বেন দিনেশ চান্দিমাল। এর আগেও লঙ্কানদের নেতৃত্ব দিয়েছিলেন থারাঙ্গা। শ্রীলঙ্কার ১৯তম ওয়ানডে অধিনায়ক ত্রিদেশীয় সিরিজে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্বে ছিলেন।

আগামী ২৮ জানুয়ারি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে পোর্ট এলিজাবেথে। এরপর আরও চারটি ওয়ানডে খেলবে দুই দল।