বৃহস্পতিবার, ২৬শে জানুয়ারি, ২০১৭ ইং ১৩ই মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

বিদেশের মাটিতে সেঞ্চুরি চান মুমিনুল

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৫, ২০১৭

স্পোর্টস ডেস্ক : এখন পর্যন্ত ২০ ম্যাচের টেস্ট ক্যারিয়ার। সেঞ্চুরি রয়েছে চারটি। তবে সবগুলোই দেশের মাটিতে। এবার বিদেশের মাটিতে সেঞ্চুরি করতে চান তিনি। এ জন্য বাঁ-হাতি এই ব্যাটসম্যান পাখির চোখ করেছেন, আসন্ন ভারত ও শ্রীলংকা সিরিজকে। বলা হচ্ছে ‘টেস্ট’ খেলোয়ার মমিনুল হকের কথা। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ‘উপেক্ষিত’ মুমিনুল হক। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ সালে মেলবোর্নে, শ্রীলংকার বিপক্ষে। এর আগের বছর খেলেছেন সর্বশেষ টি-টোয়েন্টি। ২০১৪ সালে ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে মাঠে নেমেছিলেন এই লিটল মাস্টার।

তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ‘উপেক্ষিত’ হলেও টেস্টে দলের নিয়মিত খেলোয়াড় মুমিনুল। সর্বশেষ খেলেছেন নিউজিল্যান্ড সফরে। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দারুণ খেলেছেন তিনি। দুই ইনিংস (৬৪, ২৩) মিলিয়ে তার ব্যাট থেকে এসেছে মোট ৮৭ রান। তবে পাঁজরের চোটের কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে যান ২৫ বছর বয়সী বাঁ-হাতি এই ব্যাটসম্যান।

গত ২২ জানুয়ারি মুশফিকুর রহিমের সঙ্গে একই ফ্লাইটে ঢাকায় ফেরেন মুমিনুল হক। গতকাল মিরপুরে এসেছিলেন, বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর সঙ্গে দেখা করতে। সেখানেই সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে জানালেন বিদেশের মাটিতে সেঞ্চুরি করার ইচ্ছের কথা। মুমিনুল বলেন, দেশের বাইরে আমার টেস্ট সেঞ্চুরি নেই। চেষ্টা করব ভারত ও শ্রীলংকার বিপক্ষে এবার সেঞ্চুরি করার।

২০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১ হাজার ৬৩৭ রান করেছেন মুমিনুল। সর্বোচ্চ ১৮১। অ্যাভারেজ ৫১.১৫। স্ট্রাইকরেট ৫৫.০৯। ফিফটি ১১টি। বিদেশের মাটিতে সর্বোচ্চ রান ৬৪।

নিউজিল্যান্ডে গিয়ে প্রায় দেড় মাসের মতো দলের সঙ্গে ছিলেন মুমিনুল হক। ওখানে তাকে টেস্টের জন্য দলের সঙ্গে রাখা হয়েছিল। তবে ভিন্ন কন্ডিশনে নিয়মিত অনুশীলন করেছেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। তার লক্ষ্য ছিল একটাই, প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার। কঠোর অনুশীলনের কারণেই ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করেছেন তিনি। তবে চোটের কারণে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলা হয়নি। মুমিনুল এখন পাখির চোখ করেছেন ভারত সিরিজকে।

ফেব্রুয়ারিতে একটি টেস্ট খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ। এ সিরিজ দিয়েই আবারও দলে ফিরতে চান তিনি, ‘ভারত সফরের আগে ফিটনেস টেস্ট দিতে হবে। যদি পাস করি তাহলে যাব।’ বলেছেন মুমিনুল হক।

নিউজিল্যান্ড সফর ভালো হয়নি বাংলাদেশের। স্বাগতিকদের কাছে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করা বাংলাদেশ দলের খেলোয়াড়রা আজ রাতে ফিরেছেন ঢাকায়। অবশ্য দল ব্যর্থ হলেও নিজের জন্য নিউজিল্যান্ড সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তিনি। মুমিনুল বলেন, পুরো সিরিজে হয়তো ফল ভালো হয়নি। তারপরও আমার কাছে মনে হয় অনেক ইতিবাচক দিক রয়েছে। নিউজিল্যান্ড সিরিজে আমি যা শিখেছি, তার পুরো জীবনের অর্ধেক বেশি সময় শিখেছি। এগুলো আমার পরবর্তী ক্রিকেট ক্যারিয়ারে অনেক বেশি কাজে দেবে।

পুরো সফরে দলের সঙ্গে রাখার জন্য মুমিনুল ধন্যবাদ জানিয়েছেন বোর্ড, কোচ ও টিম ম্যানেজমেন্টকে। আমি সফরে অনেকদিন আগেই গিয়েছি। পুরো একমাস সময় পেয়েছি। এটা আমার খুব কাজে লেগেছে।

বাঁ-হাতি এই ব্যাটসম্যান জানিয়েছেন তিনি আপাতত সংক্ষিপ্ত ফরম্যাট নিয়ে ভাবছেন না। তার ভাবনায় শুধুই টেস্ট। মুমিনুল বলেন, এমন কিছু ভাবছি না। আপাতত টেস্ট নিয়ে চিন্তা করছি। টেস্টে আরও ভালো মতো খেলে ও ভালো কিছু করে অন্য ফরম্যাটে সুযোগ করে নিতে চাই।

প্রসঙ্গত, ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হবে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে। এর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মাচে শ্রীলংকা সফরে যাবে টাইগাররা। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশের।