বলের আঘাতে হাসপাতালে অস্ট্রেলিয়ান পেসার
নিজস্ব প্রতিবেদক : ট্রেনিং সেশনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অস্ট্রেলীয়ান পেসার জো মেনি। বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের হয়ে অনুশীলনের সময় নিজের করা বলে ক্যাচ ধরতে গিয়ে মাথায় আঘাত পান মেনি।
জানা যায়, বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে অনুশীলন বল করছিলেন জো মেনি। অপর প্রান্তে ব্যাটিং করছিলেন মাইকেল লাম্ব। মেনির করা বলটা বেশ জোরের ওপরই মেরেছিলেন লাম্ব। ফিরতি ক্যাচ ধরতে গিয়ে মাথায় আঘাত পান মেনি। এরপর মাথা ফেটে রক্ত পড়তে শুরু করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
অস্ট্রেলিয়া দলের প্রধান চিকিৎসক ড. জন অর্চাড এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনার পরেই তাকে ব্রিজবেনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার পর সেদিন সন্ধ্যায়ই তাকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।’
অসি দলের এই চিকিৎসক আরও বলেন, ‘আঘাতটা বড় হলেও এখন বেশ ভালো অনুভব করছেন জো মেনি। একজন নিউরোসার্জনের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। আশা করছি, তার ইনজুরিটা খুব একটা বড় নয় আর অস্ত্রোপচারও যেন না করতে হয়।’
চিকিৎসক আশার কথা শোনালেও সিডনি সিক্সার্সের উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন অবশ্য ততটা সন্তুষ্ট হতে পারছেন না। তিনি বলেন, ‘মারাত্মক একটি দুর্ঘটনা থেকেই বেঁচে গেছেন মেনি। বিষয়টা কিছুটা অস্বস্তির, তবে ভাগ্য তার পক্ষেই গেছে।’