বৃহস্পতিবার, ২৬শে জানুয়ারি, ২০১৭ ইং ১৩ই মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

‘ট্রিপল ট্রিপল’ পদক হারাচ্ছেন বোল্ট

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৫, ২০১৭

স্পোর্টস ডেস্ক : ডোপের ফাঁদে পড়ে জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টকে হারাতে হচ্ছে তার ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের ৪ গুনিতক ১০০ মিটারের স্বর্ণ পদক। ফলে তার ‘ট্রিপল ট্রিপল’ পদকের রেকর্ড আর রইলো না। ২০০৮ সালের অলিম্পিকে ৪ গুনিতক ১০০ মিটারে বোল্টের সঙ্গী ছিলেন নেস্তা কার্টার। তার দেওয়া নমুনায় নিষিদ্ধ ড্রাগস পাওয়া গেছে।

ইভেন্টটি দলগত হওয়ার কারণে ঐ আসর থেকে জ্যামাইকাকে ডিসকোয়ালিফাই করার সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক কমিশন। আর্ন্তজাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের ৮*১০০ মিটারে জ্যামাইকাকে বরখাস্ত করা হয়েছে। তাদের দেওয়া পদক এবং সকল সম্মাননা শীঘ্রই ফেরত নেওয়া হবে।’ ফলে শিরোপা হাতছাড়া হবে বোল্টেরও। সেক্ষেত্রে টানা তিন অলিম্পিকে তিনটি স্বর্ণ পদক জয়ের রেকর্ড থাকবে না বোল্টের দখলে। সতীর্থের ভুলের খেসারত দিতে হলো সময়ের সেরা স্প্রিন্টারকেও।