কাল টি-টুয়েন্টিতে ভারতের মুখোমুখি ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক : টেস্ট-ওয়ানডে সিরিজ শেষে এবার টুয়েন্টি টুয়েন্টি সিরিজের লড়াইয়ে নামছে ভারত-ইংল্যান্ড। তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। কানপুরে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারায় ভারত। এরপর ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় টিম ইন্ডিয়া। তাই আত্মবিশ্বাসে ভরপুর স্বাগতিকরা। এমন অবস্থায় ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ শুরু করতে যাচ্ছে কোহলি-ধোনিরা।
এ ম্যাচ দিয়ে টি২০ সিরিজে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে ভারতের বিরাট কোহলির। ওয়ানডের পাশাপাশি টি-২০ ফরম্যাটের অধিনায়কত্ব ধোনি ছেড়ে দেয়ায় ছোট দুই ফরম্যাটের দলপতির দায়িত্ব পান কোহলি। সেই দায়িত্বের শুরুটা ভালোই হয় কোহলির। বেশ সহজেই ওয়ানডে সিরিজ জিতে নেয় ভারত। তাই ওয়ানডের মত টি২০ সিরিজেও ভালো কিছুর প্রত্যাশা কোহলির, ‘অধিনায়ক হিসেবে ওয়ানডে সিরিজে শুরুটা দারুণ হয়েছে। আশা করছি, টি২০ সিরিজেও ভালো কিছুর স্বাদ নিতে পারবো।’
ভালো কিছুর স্বাদ বলতে, সিরিজের শুরু ও শেষমেশ সিরিজ জয়ের কথা বলেছেন কোহলি, ‘প্রথমত সিরিজের শুরুটা দারুণভাবে করতে হবে আমাদের। তাহলে পরের ম্যাচগুলোতে চাপ কম থাকবে। চাপ কম থাকলে সিরিজ জয় করাও সহজ হবে। তাই আমাদের লক্ষ্য সিরিজে ভালো শুরু করে, সিরিজ জিতে নেয়া। টি২০ সিরিজ জিততে পারলে, ইংল্যান্ডের বিপক্ষে শতভাগ সাফল্য নিয়ে এবারের লড়াই শেষ করতে পারবো আমরা।’
ভারত যেখানে শতভাগ সাফল্য নিয়ে এবারের লড়াই শেষ করতে চাইছে, সেখানে সফরের শেষ সিরিজটা জিতে এবারের লড়াই শেষ করতে চাইছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়োইন মরগান, ‘টেস্ট সিরিজে দল ভালো করতে পারেনি। তবে ওয়ানডেতে ভালো করার দারুণ সুযোগ ছিল আমাদের সামনে। কিন্তু আমরা ছোট ছোট ভুলে তা করতে পারিনি। তারপরও টি২০ সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার মত উদাহরণ আমাদের সামনে আছে। শেষ ওয়ানডেতে জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এতেই টি২০ সিরিজে ভালো করে জয় দিয়ে সফর শেষ করতে চাই আমরা।’
এই প্রথম তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামছে ভারত ও ইংল্যান্ড। এর আগে তিনটি এক ম্যাচের সিরিজ ও একটি দুই ম্যাচের সিরিজ খেলেছে দু’দল। এখন পর্যন্ত ৮বার টি২০ ফরম্যাটে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। ভারত ৩টিতে ও ইংল্যান্ড ৫টি জয় পায়। তবে বর্তমানে টি২০ র্যাংকিং-এর দ্বিতীয়স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। আর ইংলিশদের অবস্থান পঞ্চম।
ভারত স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, মনদ্বীপ সিং, যুবরাজ সিংহ, সুরেশ রায়না, ঋষভ পান্থ, অমিত মিশ্র, পারভেজ রাসুল, হার্দিক পান্ডে, ইয়ুজবেন্দ্র চাহেল, মনীশ পান্ডে, জসপ্রিত বুমরাহ, ভুবেনশ্বর কুমার ও আশিষ নেহেরা।
ইংল্যান্ড স্কোয়াড: ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জেক বল, স্যাম বিলিংস, জশ বাটলার (উইকেটরক্ষক), লিয়াম ডসন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, তাইমাল মিলস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি। বাসস।