শুক্রবার, ১৩ই জানুয়ারি, ২০১৭ ইং ৩০শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

সরকারের উন্নয়নে বড় অংশীদার হতে চায় ইসলামী ব্যাংক

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১২, ২০১৭

নিউজ ডেস্ক : চলতি বছর দেশের উন্নয়নে সরকারের সবচেয়ে বড় অংশীদার হতে চায় ইসলামী ব্যাংক। রাজধানীর একটি হোটেলে শাখা ব্যবস্থাপক সম্মেলনে এ কথা জানান ব্যাংকের নতুন চেয়ারম্যান আরাস্তু খান।

তিনি বলেন, ইসলামী ব্যাংকের গ্রহণযোগ্যতা বাড়াতে নতুন পর্ষদ কাজ করে যাবে। অন্তুর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান আরাস্তু খান। সম্মেলনে চলতি বছর আড়াই হাজার কোটি টাকা পরিচালন মুনাফার লক্ষ্যের কথা জানান পরিচালনা পর্ষদ সদস্যরা।

কর্মীদের চাকরিচ্যুত করাসহ অন্যান্য গুজবে কান না দেয়ার পরামর্শ দেন তারা। এসময় ব্যাংকে কেউ রাজনীতি করতে পারবে না বলেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন পরিচালনা পর্ষদ সদস্যরা।