শুক্রবার, ১৩ই জানুয়ারি, ২০১৭ ইং ৩০শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি, বিমান চলাচল বিঘ্ন

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১২, ২০১৭

অনলাইন ডেস্ক : পাখির সংখ্যা বেড়ে যাওয়ায় বিমান চলাচলে বিঘ্ন ঘটছে লেবাননের রাজধানী বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরে। দেশটির পরিবহন মন্ত্রী ইউসুফ ফেনাইনোস জানান, বিমানবন্দরের কাছে একটি আবর্জনা ফেলার জায়গা থাকার কারণেই বহুসংখ্যক পাখির আগমন ঘটছে।

তিনি বলেন, পাখির সংখ্যা বেড়ে যাওয়ায় এই তীব্র সংকট সৃষ্টি হয়েছে। বছরখানেক আগে রাজধানীর আবর্জনা একটি স্থানে ফেলার জন্য ওই কেন্দ্রটি তৈরি করা হয়েছিল।

২০১৬ সালের মার্চে ‘কোস্টা ব্রাভা’ নামে আবর্জনা ফেলার স্থানটি তৈরি করা হয় অস্থায়ী সমাধান হিসেবে। কিন্তু ওই বছরের আগস্টে পাইলটদের ইউনিয়ন সর্তক করে দেয় এতে বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে দুর্ঘটনার আশঙ্কার কথা।

মঙ্গলবার মিডল ইষ্ট এয়ারলাইন্সের একটি বিমান রানওয়েতে অবতরণের আগে বিশাল এক ঝাঁক পাখির সম্মুখীন হয়। এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পরিবহনমন্ত্রী।